দেশি কোচে আস্থা বিসিবির, দায়িত্ব পেলেন তিন সাবেক

দেশি কোচে আস্থা বিসিবির, দায়িত্ব পেলেন তিন সাবেক

দেশি কোচদের কাজ করার সুযোগ না দেওয়ায় নানা সময় প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিসিবিকে। এবার সেই প্রশ্নের ইতি টেনেছে বিসিবি। দেশের সাবেক ক্রিকেটারদের কোচ হিসেবে ক্রিকেটার গড়ার দায়িত্ব দিয়েছে বিসিবি। তিন সাবেক ক্রিকেটারকে নিয়োগ দেওয়া হয়েছে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের প্রস্তুত করতে। কোচ হিসেবে বিসিবিতে নিয়োগ পাওয়া এই তিন সাবেক ক্রিকেটার হলেন রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ খান। বিসিবির সবশেষ বোর্ড পরিচালনা পর্ষদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর আগে থেকেই অবশ্য তারা কাজ শুরু করে দিয়েছেন বিসিবি হাই পারফরম্যান্স বিভাগে। যেখানে রাজিন সালেহ ও তুষার ইমরানকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাটিং কোচ হিসেবে। অন্যদিকে তারেক আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে পেস বোলিং কোচ হিসেবে।

রাজিন দায়িত্ব পেয়েছেন আগামী তিন মাসের জন্য। তার বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে বর্তমানে রাজশাহীতে কাজ করছেন রাজিন। এরপর এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন বাংলাদেশের হয়ে ২৪টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা সাবেক এই ব্যাটসম্যান।

আর তুষার ইমরান ও তারেক আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে আগামী ৩ বছরের জন্য। এ সময় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতন ধরা হয়েছে দুজনের। তারাও এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এর বাইরে মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের সাবেক পেসার তারেক আজিজ খেলেছেন ৩টি টেস্ট ও ১০টি ওয়ানডে। অন্যদিকে তুষার ইমরান দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট ও ৪১টি ওয়ানডে। আর নাদিক খেলেছেন ৩টি টি-টোয়েন্টি।

 

সম্পর্কিত খবর