মেসিকে নিয়েই শেষ আটে খেলবে আর্জেন্টিনা

মেসিকে নিয়েই শেষ আটে খেলবে আর্জেন্টিনা

লিওনেল মেসি খেলবেন, নাকি খেলবেন না? এমন একটা প্রশ্ন শেষ কিছু দিন ধরেই আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। অবশেষে কোয়ার্টার ফাইনালের ঠিক আগে এ বিষয়ে মিলল ইতিবাচক খবর। মেসিকে নিয়েই শেষ আটের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার সময়টা ভালো কাটছে, তবে লিওনেল মেসির সময়টা ভালো কাটছিল না গ্রুপ পর্বে। নিজে গোল পাননি। গোল পাবেন কি করে, ম্যাচ তিনটিই তো শান্তিতে খেলতে পারলেন না। চোটের কারণে শেষ ম্যাচে খেলেননি তিনি। 

ডান পায়ের অ্যাডাক্টরের এই চোট তাকে ছিটকে দিচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকেও। এমন একটা শঙ্কা ছিলই। তবে শেষ আটের লড়াইয়ের আগে তাকে নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। তাকে নিয়েই এখন মাঠে নামতে পারবে আলবিসেলেস্তেরা।

মেসি চোট সারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ঠিক আগে অনুশীলন সেশনে তাকে দেখা গেল বেশ ভালো অবস্থায়। দলের সঙ্গে পুরো অনুশীলনটা করেছেন, সে পর্বটাও ভালোভাবেই সেরেছেন। 

এসব দেখেই তাকে নিয়ে সিদ্ধান্তটা নিয়েছে আর্জেন্টিনা। তিনি ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই খেলবেন আকাশী সাদাদের দলে। খবরটা জানিয়েছেন টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল।

সম্পর্কিত খবর