বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে হার্শা ভোগলের প্রশ্ন

বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে হার্শা ভোগলের প্রশ্ন

দেশের ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা। সবশেষ দশক বিবেচনায় ওয়ানডেতে বিশ্বের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ। কিন্তু হঠাতই যেন বদলে যাচ্ছে সব। গেল তিন মাস ধরে এই ফরম্যাটে সাকিবদের অর্জন শুন্যের কাতারে। দলের এমন ভরাডুবির অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। ক্রিকেট বিশ্লেষকরা বিভিন্ন সময়ে জানিয়েছেন কোথায় হচ্ছে গলদ। সেই কাতারে এবার কিছুটা ভিন্ন আঙ্গিকে যোগ দিলেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশ্যে ছুঁড়ে ছিলেন একটি প্রশ্ন।

ক্রিকেটে বাংলাদেশ ভালো করলে বরাবরই তিনি মাতেন প্রশংসায়। বিশ্লেষক হিসেবে তার একাধিক ঘরানার অভিজ্ঞতার ভরে হার্শা সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সমর্থকদের নিকট একটি প্রশ্ন করে। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশকে নিজেদের কিছু কঠিন প্রশ্ন করতে হবে। যা কয়েক বছর ধরে তাদের প্রয়োজন ছিল। বাংলাদেশি সমর্থকেরা, আপনাদের মতে সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর প্রকৃত অর্থে আর কোনো বিশ্বমানের খেলোয়াড় কি এসেছে?’

শান্ত, লিটন, মুস্তাফিজ এখন আর নতুন মুখ না। বেশ কয়েক বছর ধরেই খেলছেন নিয়মিত। কিন্তু নিয়মিত পারফর্মে হচ্ছে একের পর এক ব্যর্থ। হার্শা প্রশ্ন হয়তো সেখানেই। বিশ্বমানের ক্রিকেটার ছাড়া দল কীভাবে এগোবে। এতদিন সাকিব, মুশফিক ও তামিমদের ওপর ভর করে যেভাবে এগিয়েছে দল, তাদের উত্তরসূরি ই আদৌ খুঁজে পাবে তারা?

 

 

 


 

 

সম্পর্কিত খবর