আইসিসি মাসসেরার দৌড়ে আছেন যারা

আইসিসি মাসসেরার দৌড়ে আছেন যারা

জুন মসের সেরা খেলোয়াড় হবেন কে? আইসিসির প্লেয়ার অফ দা মান্থ হওয়ার লড়াইয়ে আছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা। আছেন তারই দলের পেসার জসপ্রিত বুমরাহ। এছাড়াও এই দৌড়ে আছে আফগান তরুন তুর্কি রহমানুল্লাহ গুরবাজের নাম।

রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান)

আফগানিস্তান এবারের বিশ্বকাপের প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছিল। এই সফলতার পেছনে আছে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের বিশেষ অবদান। তার ব্যাট থেকেই এসেছে মোট ২৮১ রান যা তাকে বানিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও। ৩৫.২ গড়ে ও ১২৪.৩৩ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে এই রান। 

তার অসাধারণ নকগুলোর মধ্যে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ রান, যা বিশ্বকাপের মতো মঞ্চে এই দুই অভিজ্ঞ ও শক্তিশালী দলকে হারাতে বিশেষ ভূমিকা রেখেছে। তাই জুন মাসে সেরা হবার দৌড়ে আছে এই ব্যাটারের নাম।

রোহিত শর্মা (ভারত)

১১ বছর পর শিরোপা খরা মেটাতে সক্ষম হয়েছে ভারত। যার পেছনে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং দিয়ে হোক কিংবা তার নেতৃত্ব দিয়ে, রোহিত সামনে থেকে দলকে এগিয়ে নিয়েছেন। এবারের টুর্নামেন্টে ৩৬.৭১ গড়ে ও ১৫৬.৭ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে মোট ২৫৭ রান, যা কিনা এবারের আসরে ২য় সর্বোচ্চ।

প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করে প্রতিপক্ষের সামনে রানপাহাড় গড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে রোহিত শর্মা। তাইতো বিশেষ ম্যাচে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রান এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ৫৭ রান ছিল তার সেরা সংগ্রহ।

জসপ্রিত বুমরাহ (ভারত)

ডেথ ওভারে বুমরাহ কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে তা আরও একবার দেখেছে পুরো বিশ্ব। ম্যাচ যে পর্যায়েই থাকুক না কেন, ভারত কাপ্তান রোহির শর্মা ভরসা করেছেন তার সেরা বোলার জসপ্রিত বুমরাহর ওপরেই। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেই হোক কিংবা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই হোক সবখানেই আস্থার প্রতিদান দিয়েছেন এই বুমরাহ। 

তাইতো টুর্নামেন্ট শেষে বুমরাহর ঝুলিতে উঠেছে ১৫ উইকেট। ৮ ম্যাচে ৮.২৬ ইকনোমিতে বল করেছেন বুমরাহ। প্রতিপক্ষের একটি উইকেট পতনে বুমরাহ রান খরচ করেছেন ৪.১৭। বুমরাহর এই ফিরে আসা ভারতকে এনে দিয়েছে সেরার মুকুট আর তাকে বানিয়েছে টুর্নামেন্ট সেরা বোলার। 

সম্পর্কিত খবর