মেসিকে নিয়েই মাঠে নামল আর্জেন্টিনা

মেসিকে নিয়েই মাঠে নামল আর্জেন্টিনা

আর্জেন্টিনার সময়টা ভালো কাটছে, তবে লিওনেল মেসির সময়টা ভালো কাটছিল না গ্রুপ পর্বে। নিজে গোল পাননি। গোল পাবেন কি করে, ম্যাচ তিনটিই তো শান্তিতে খেলতে পারলেন না। চোটের কারণে শেষ ম্যাচে খেলেননি তিনি।

শঙ্কা ছিল আজকের ম্যাচ নিয়েও। তবে শেষ আটের লড়াইয়ের শেষমেশ তাকে নিয়েই মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা।

মেসি চোট সারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ঠিক আগে অনুশীলন সেশনে তাকে দেখা গেল বেশ ভালো অবস্থায়। দলের সঙ্গে পুরো অনুশীলনটা করেছেন, সে পর্বটাও ভালোভাবেই সেরেছেন। 

এসব দেখেই তাকে নিয়ে সিদ্ধান্তটা নিয়েছে আর্জেন্টিনা। তিনি ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই খেলতে নেমেছেন আকাশী সাদাদের দলে।

আর্জেন্টিনা একাদশ–
এমি মার্তিনেজ
মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো
ডি পল, অ্যালেক্সিস, এনজো, নিকো গঞ্জালেস
মেসি, লাওতারো

সম্পর্কিত খবর