লিসান্দ্রোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

লিসান্দ্রোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

শুরুর চাপ কাটিয়ে আর্জেন্টিনা এগিয়ে গেল শেষমেশ। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ে আকাশী সাদাদের এগিয়ে দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ।

দুই দল কোপা আমেরিকায় সবশেষ বার দেখা করেছিল ২০২১ সালে। সেবার কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে সহজেই জয় তুলে নিয়েছিল আকাশী সাদারা।

তবে তেমন কিছু এবার হচ্ছে না, এমন আভাস শুরুর ২৫ মিনিটেই দিয়ে দিচ্ছিল ইকুয়েডর। ছড়ি ঘোরাচ্ছিল আর্জেন্টিনার ওপর। ওদিকে আকাশী-সাদারা ইকুয়েডরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি শুরু থেকেই।

শুরুর ২৫ মিনিটে তিনটা শট করেছে ইকুয়েডর, যার একটা হচ্ছে অন টার্গেট। ওদিকে আর্জেন্টিনা অন টার্গেট তো বটেই, শটই নিতে পারেনি একটাও! 

তবে এই চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে আর্জেন্টিনা। অবশেষে পেয়ে যায় গোলের দেখাও। ৩৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হয়ে বল যায় লিসান্দ্রোর কাছে। সেই বলটাই শেষমেশ জালে জড়ালেন তিনি। আর্জেন্টিনা এগিয়ে গেল অবশেষে।

সেই এক গোলে ভর করেই আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে গেছে বিরতিতে।

সম্পর্কিত খবর