শেষ সময়ে গোল খেয়ে বসল আর্জেন্টিনা
সেমিফাইনাল থেকে আর্জেন্টিনা ছিল ৪ মিনিটের দূরত্বে। ঠিক এ সময়ে সে লিওনেল মেসিদের পথের কাটা হয়ে দাঁড়াল ইকুয়েডর। গোল করে ম্যাচে ফেরাল ১-১ সমতা।
ইনজুরি টাইমের প্রথম মিনিটে ডান পাশ থেকে ক্রস করেন জন ইয়েবোয়াহ। সে বলটায় মাথা ছুঁইয়ে দেন বদলি খেলোয়াড় কেভিন রদ্রিগেজ। দীর্ঘ ভিএআর পরীক্ষার পর গোলটা দেন রেফারি।
সমতা ফেরানোর সুযোগ আগেও পেয়েছিল দলটা। ৬২ মিনিটে তাদের কর্নার ঠেকাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবেই বল লাগে রদ্রিগো ডি পলের হাতে।
পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সে পেনাল্টিটা নিতে আসেন অভিজ্ঞ এনার ভ্যালেন্সিয়া। পেনাল্টিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজকে তিনি ধোঁকাটা দিয়েছেন বটে, কিন্তু বলটা রাখতে পারেননি লক্ষ্যে। বলটা বারপোস্টে লেগে ফিরে আসে। ফলে গোল হজম করা থেকে রক্ষা পায় আকাশী-সাদারা।
এর আগে ৩৫ মিনিটে একটা কর্নার থেকেই গোল পেয়েছিল আর্জেন্টিনা। মেসির নেওয়া কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফ্লিক যায় লিসান্দ্রো মার্তিনেজের কাছে। সেটা তিনি পাঠান ইকুয়েডরের গোলপোস্টে। সেই এক গোলেই আর্জেন্টিনা এগিয়ে ছিল কেভিন রদ্রিগেজের এই সমতাসূচক গোলের আগ পর্যন্ত।