‘দুর্দান্ত’ স্পেনকে নিয়ে সর্তক স্বাগতিক জার্মানি
ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্ব ও শেষ ষোলো পর্ব মিলিয়ে আসরে এখন পর্যন্ত একটি দলই জিতেছে চারটি ম্যাচ, স্পেন। পরিসংখ্যানই তাই বলে দিচ্ছে আসরের সেরা দল কারা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে সেটি অনায়াসের মেনে নিল প্রতিপক্ষ স্বাগতিক জার্মানিও। স্পেনকে সেরা তকমা দিয়ে তাই তাদের বিপক্ষে সতর্ক অবস্থানে থাকার পরিকল্পনার কথা জানালেন জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ান।
আজ (শুক্রবার) থেকেই শুরু হচ্ছে ইউরোর কোয়ার্টার ফাইনাল। সেখানে প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে লড়বে জার্মানি। স্টুর্টগার্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
আসরের চার ম্যাচের চারটিতে না জিতলেও অপরাজিত যাত্রা ধরে রেখেছে জার্মানি। গ্রুপপর্বের সেই ম্যাচে শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে কেবল ১-১ ব্যবধানে ড্র করেছিল স্বাগতিকরা। এতে দাপুটে ফর্মে রয়েছে তারাও। তবে এবার লড়াই যখন তর্কসাপেক্ষে আসরের সবচেয়ে শক্তিশালী দলের সঙ্গে তখন যেন কিছুটা নড়েচড়েই বসছে জার্মানরা।
স্পেনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই গুন্দোয়ান বলেন, ‘এখন পর্যন্ত তারা টুর্নামেন্টের সেরা দল। আমি তাদের খেলার ধরন পছন্দ করি। সবসময় অনেক বেশি সময় বল দখলে রাখার বড় ভক্ত আমি। তবে বলের দখল যখন আমাদের কাছে থাকবে তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখায়, সেটা আমরা দেখব।’
এদিকে স্পেনের দুই তরুণ তারকাকে নিয়ে আলাদা করেই যেন ছক কষছে জার্মানদের। লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসের রুখতে তাই দলীয় প্রচেষ্টার কথায় ভাবছেন গুন্দোয়ান। ‘আমরা কেবল দলীয় প্রচেষ্টায় তাদের থামাতে পারি। এই টুর্নামেন্টে দুজনেই (ইয়ামাল ও উইলিয়ামস) দুর্দান্ত খেলছে। তাদের কীভাবে থামানো যায়, তা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’