দিবু থাকলে আর্জেন্টিনার আর চিন্তা কী!
বৈশ্বিক বা মহাদেশীয় কোনো টুর্নামেন্টের নক-আউট ম্যাচের টাইব্রেকারে আর্জেন্টিনা, সেখানে গোলপোস্টে এমিলিয়ানো দিবু মার্তিনেজ থাকেল যেন আর কোনো চিন্তায় নেই আলবিসেলেস্তেদের। আজ (শুক্রবার) সকালে কোপার এবারের আসরের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আরও একবার এমিলিয়ানো যেন এটাই প্রমাণ করলেন, টাইব্রেকার? ‘আমি আছি চিন্তা নেই’।
এর আগে টাইব্রেকারে লিওনেল মেসি পেনাল্টি মিস করেও আর্জেন্টিনা জিতেছে এমন নজির ছিল না। ২০১৬ কোপার ফাইনালেই তো, চিলির বিপক্ষে শ্যুটআউটেই প্রথম শটটি মিস করে বসেন মেসি। পরে শিরোপাটাও হারিয়ে বসে আর্জেন্টিনা। এবারও ইকুয়েডরের বিপক্ষে প্রথম শটটি মারলেন বারপোস্টে। যেন আলবিসেলেস্তেরা ফিরে গেল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের এই ফ্ল্যাশব্যাকে। তবে না এবার যে আছে তাদের ‘বাজপাখি’ খ্যাত দিবু মার্তিনেজ, এতেই আর্জেন্টিনাকে টাইব্রেকারে আরও একবার থামানো হলো না প্রতিপক্ষের।
ইকুয়েডরের প্রথম দুটি শট গোলপোস্টের দু’দিকে নিয়েছিলেন মেনা ও মিন্দা। সেই দুটি শটই ঠেকিয়ে দেন এমিলিয়ানো। পরে মেসির শট বাদে বাকি চারটিতেই আর্জেন্টিনা জালের দেখা পেলে ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে সেমিতে উঠে যায় লিওনেল স্কালোনির দল।
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত টাইব্রেকারে ২৪টি শটের মুখোমুখি হয়েছে এমিলিয়ানো। যেখানে প্রতিপক্ষরা গোল দিতে পারেনি ১২টিতেই। ৯টি শটে সেভ দিয়েছেন এমিলিয়ানো, দুটি ছিল গোলপোস্টের বাইরে এবং একটি ফেরে পোস্টে লেগে। একইসঙ্গে সেই কোপা ২০২১ কলম্বিয়ার বিপক্ষে সেমি থেকে শুরু করে এখন পর্যন্ত চারবার পেনাল্টি শ্যুটআউটে দাঁড়িয়েছিলেন তিনি, যার মধ্যে জিতেছেন চারবারই।
এমিলিয়ানো একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এমন বিরুদ্ধ পরিস্থিতিগুলোই নাকি তাকে আনন্দ দেয়। দলের এমন পরিস্থিতি যদিও কেউ আশা করেনা। তবে ২০২১ কোপার পর ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালের পর এবারের কোপার কোয়ার্টার ফাইনালে ওই একই কাজ করে দেখালেন এমিলিয়ানো। এবং এই তকমাটা তার গায়ে বেশ ভালোভাবেই জুড়ে গেল, আলবিসেলেস্তেদের টাইব্রেকার-নায়ক।