বাংলাদেশের বিপক্ষে কবে খেলবে জানাল পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির ক্রিকেটাররা। সেই সমালোচনা ভুলিয়ে দেওয়ার অবশ্য সুযোগ থাকছে দলটির সামনে আসন্ন বাংলাদেশ সিরিজেই। যেখানে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে পিসিবি। যা এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। এরপর করাচিতে হবে দ্বিতীয় টেস্ট। যা মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট।
এর আগে, ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়াতে সেবার হয়েছিল একটিই টেস্ট। সেই টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরেছিল তৎকালের মমিনুল হকের নেতৃত্বাধীন দলটি।
বাংলাদেশ ছাড়াও ২০২৪-২৫ মৌসুমে ইংল্যান্ড (৩টি) ও ওয়েস্ট ইন্ডিজের (২টি) বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এ ছাড়া আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার ঘোষণাও দিয়েছে পিসিবি। যা ২০০৪ সালের পর পাকিস্তানের মাটিতে প্রথম ত্রিদেশীয় সিরিজ।