স্ট্রোক করে হাসপাতালে নাফিজ ইকবাল

স্ট্রোক করে হাসপাতালে নাফিজ ইকবাল

জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পারিবারিক সূত্র জানিয়েছে স্ট্রোকজনিত শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পরিকল্পনার করা হচ্ছিল। চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে তাকে শুক্রবার সকালে ভর্তি করা হয়। নাফিজ ইকবালের পারিবারিক সূত্র স্পোর্টস বাংলাকে জানায়, চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তাকে নিয়ে আসা হচ্ছে।

দিনকয়েক আগে মাথা ব্যথার উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন নাফিজ ইকবাল। এর মধ্যেই শুক্রবার সকালে চট্টগ্রামে নিজ বাসায় একটু বেশি অসুস্থবোধ করায় তাকে সঙ্গে সঙ্গে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নাফিজ ইকবালের চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান দেশবাসীর কাছে নাফিজ ইকবালের দ্রত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

সম্পর্কিত খবর