রোহিত-রাহুল পথ দেখাচ্ছেন ভারতকে

রোহিত-রাহুল পথ দেখাচ্ছেন ভারতকে

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচটা বাদে ভারত তেমন চ্যালেঞ্জের মুখে পড়েইনি। শুরুর ম্যাচে বিরাট কোহলি আর লোকেশ রাহুল বিপদ থেকে উদ্ধার করেছিলেন দলকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে পরে দাপুটে জয়ই পায় দল।

ইংল্যান্ডের বিপক্ষেও আজ একই রকম পরিস্থিতিতে পড়ে গেছে ভারত। স্কোরবোর্ডে রান ওঠেনি তেমন, কিন্তু তিন উইকেট হাওয়া প্রথম পাওয়ারপ্লে শেষ না হতেই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেলেন সেই রাহুল, কোহলির সঙ্গে মিলে যিনি প্রথম চ্যালেঞ্জে ভারতকে তরিয়ে দিয়েছিলেন।

আজ পেলেন আরেক অভিজ্ঞ রোহিত শর্মাকে। দুজনের ব্যাটে চড়েই ভারত বিপদটা আপাতত দূরেই সরিয়ে রেখেছে। 

পাঁচ ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইংল্যান্ড ভারতের ওপর শুরু থেকে কেমন ছড়ি ঘুরিয়েছে, তা পরিস্কার হয়ে যায় একটা তথ্যে। পাঁচ থেকে ১০ এই ছয় ওভারে ভারত রান তুলেছে মোটে ৯টি, ডট বল খেলেছে ৩১টি। ২০০৭ সালের পর থেকে শেষ ১৬ বছরে পাঁচ থেকে দশ ওভারে এত কম রান আর কখনোই নেয়নি ভারত। 

পাওয়ারপ্লে থেকে আসে মোটে ৩৫ রান। সঙ্গে শুভমান গিল আর বিরাট কোহলির উইকেট খুইয়ে। পাওয়ারপ্লের একটু পর মার্ক উডের শর্ট বলে উইকেট দিয়ে আসেন শ্রেয়াশ আইয়ারও। ভারতের বিপদটা বাড়ে আরও। উইকেটে মাত্র আসা লোকেশ রাহুল আর ওপেনার রোহিত বাদে যে আর 'ভরসা করার মতো' ব্যাটার নেই মাঠের বাইরে!

ভরসা পাবে কী করে? সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে অতিমানবীয় হলেও ওয়ানডে ক্রিকেটটা এখনো ঠিক বুঝে উঠতে পারেননি যেন, গড় মোটে ২৬। আর রবীন্দ্র জাদেজা তার সবশেষ ওয়ানডে ফিফটিটা পেয়েছিলেন সেই ২০২০ সালে। তাদের ওপর আর যাই হোক, ৩০ ওভারের দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকা যায় না। যা করতে হতো, তা রোহিত আর রাহুলকেই।

দুজন মিলে তা করছেনও। চতুর্থ উইকেটে ইতোমধ্যেই যোগ করে ফেলেছেন ৬০ রান। রোহিত ছুঁয়ে ফেলেছেন ফিফটি। ওল্ড স্কুল ফ্যাশনে শুরুতে থিতু হয়েছেন, হাত খুলছেন ফিফটির পর। আর তাতেই ভারতের বড় রানের আশাটা টিকে আছে এখনো।

সম্পর্কিত খবর