মেসিদের কাছে হেরে বরখাস্ত হলেন ইকুয়েডর কোচ
কোপা আমেরিকায় চলতি আসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ (শুক্রবার) সকালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের। যেখানে ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-২ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন লিওনেল মেসিরা। একইসাথে আশাভঙ্গ হয়েছে ইকুয়েডরের। এই হারের পর ইকুয়েডর কোচ ফেলিক্স সানচেজকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
ইকুয়েডর ফুটবল ফেডারেশন তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। ফেলিক্স এবং তাঁর কোচিং স্টাফের পেশাদারত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাঁদের সফলতা কামনা করি।’
২০২৩ সালের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্বে এসেছিলেন স্প্যানিশ এই কোচ। এর আগে ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত কাতার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে পালন করেছেন সানচেজ। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছিলেন তিনি।