শেষ আটের বাঁধা পেরোল মেসিরা, ভিনিসিয়ুস ছাড়া ব্রাজিল কি পারবে?
কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২১ আসরে ঐতিহাসিক মারাকানাইয় স্বাগতিক ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল মেসি-ডি মারিয়ারা। এবার শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করেছে আলবিসেলেস্তেরা। আসরের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিতে উঠছে লিওনেল স্কালোনির দলটি।
এদিকে শিরোপা ধরের মিশনের শুরুটা হোঁচট দিয়ে হলেও শেষ পর্যন্ত গ্রুপপর্বের বাঁধা পেরিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ব্রাজিলও। তবে সেখানে যেন অগ্নি-পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে সেলেসাওরা। আগামী ৭ জুলাই সেমিতে ওঠার লড়াইয়ে তারা নামবে আসরের অন্যতম শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।
উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের সবশেষ স্মৃতি খুব একটা সুখকর নয়। ভালভার্দে-নুনেসদের সঙ্গে সবশেষ গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নেমেছিল নেইমাররা। সেই ম্যাচটি ২-০ ব্যবধানে হারে ব্রাজিল এবং এর চেয়ে বড় ধাক্কা সেইম্যাচে এসিএলের চোটে পড়েছিলেন নেইমার। যেই চোটে চলমান কোপায় দর্শক হিসেবে মাঠে আসতে হচ্ছে সেলেসাওদের সবচেয়ে বড় তারকাকে।
এদিকে কোয়ার্টার ফাইনালে আক্রমণভাগে দলের ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই নামতে হবে দরিভাল জুনিয়রের দলকে। গ্রুপপর্বে শেষ দুই ম্যাচের দুটিতেই হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। এতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি তাকে কাটাতে হবে ডাগ-আউটে বসে।