পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি উৎসবে পানি ঢালবে না তো ভারত?
২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে পাকিস্তান। তবে ৫০ ওভারের এর এলিট টুর্নামেন্টে ভারত খেলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত তাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে খেলতে যায় না ২০০৮ সাল থেকেই। ভক্তরা এই দুই দেশের লড়াই দেখতে পান শুধু মাত্র আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতেই। ভারত গত বছর এশিয়া কাপের জন্যও তাদের সরকার থেকে যাওয়ার অনুমতি পায়নি। তাই এবারও দলটির খেলা নিয়ে শঙ্কা আরো তীব্র হয়েছে।
শুক্রবার পাকিস্তান তাদের এ বছরের খেলার সময়সূচি প্রকাশ করে। তাতে বাংলাদেশ, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের কথা উল্লেখ আছে এবং পরবর্তী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের কথাও উল্লেখ করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০২৫ এর চ্যাম্পিয়নস ট্রফির জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে সংস্কার করছে এবং ১৯ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছে। পিসিবি জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সময়সূচি এবং ভেন্যু নির্ধারিত সময়ে জানিয়ে দিবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ৭ দল এবং খেলোয়াড়দের তার নিরাপত্তার সকল ব্যাপার তারা খেয়াল রাখবে। তিনি আশা করছেন পাকিস্তানে এমন বৈশ্বিক আসর আয়জনের মধ্য দিয়ে তাদের দেশ থেকে আরো প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে।
এই ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য দেওয়া থেকে বিরত থেকেছেন। তবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, দিল্লি থেকে গ্রিন সিগনাল পেলে তারা পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবেন।
পাকিস্তান শেষবার চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল সেই ২০১৭ সালে যার আয়োজক দেশ ছিল ইংল্যান্ড। তাইতো আইসিসি দীর্ঘ ৮ বছর পর ২০২৫ সালে আবারো চ্যাম্পিয়নস ট্রফির আয়জন করতে যাচ্ছে। আইসিসি চায় প্রতি বছরই তারা এমন বৈশ্বিক আসরের আয়োজন করতে পারে।