‘ফাইনালের আগের আরেক ফাইনালের’ একাদশ যেমন হলো

‘ফাইনালের আগের আরেক ফাইনালের’ একাদশ যেমন হলো

এবারের ইউরোয় সবচেয়ে ফর্মে থাকা দুই দল মুখোমুখি। স্পেন আর জার্মানির এই লড়াইয়ের নামই তাই পড়ে গেছে ‘ফাইনালের আগের আরেক ফাইনাল’।
স্বাগতিক জার্মানি দুই দলই এই ম্যাচে নেমেছে নিজেদের সেরা একাদশ নিয়ে। স্পেনও প্রায় একই পথে হেঁটেছে। নিজেদের সেরা ছন্দে থাকা একাদশটাকেই নামিয়েছে এই ম্যাচে।
স্পেন নিজেদের একাদশে একগাদা তরুণ মুখ নিয়ে নেমেছে। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস… এদের নিয়েই অবশ্য এবারের ইউরোয় দারুণ ছন্দে আছে দলটা। কোয়ার্টার ফাইনালেও দলটা একই পথে হেঁটেছে।
ওদিকে জার্মানি একাদশে অভিজ্ঞ মুখের ছড়াছড়ি। বিশেষ করে আক্রমণভাগে। গুন্দোয়ান, সানে, হ্যাভার্টজদের সবারই ইউরোপীয় অভিজ্ঞতা নিদেনপক্ষে ৫ বছরের।
স্পেন একাদশ–
উনাই সিমন
কারভাহাল, লে নরমান্দ, লাপোর্তে, কুকুরেইয়া
পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ
লামিন, আলভারো মোরাতা, নিকো উইলিয়ামস


জার্মানি একাদশ–
ন্যয়্যার
কিমিখ, রুডিগার, টাহ, রাউম
ক্রুস, কান
মুসিয়ালা, গুন্দোয়ান, সানে
হ্যাভার্টজ

সম্পর্কিত খবর