৯০ মিনিটেও ফল পেল না স্পেন-জার্মানি
স্পেন-জার্মানির ইউরো ২০২৪ এর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের প্রথমার্ধটা গোলশূন্যভাবেই কেটেছিল। দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলল।
কিন্তু ফলের দেখা পাওয়া গেল না আর। দুই দল গোল করেছে একটা করে। ১-১ ড্র নিয়ে খেলা গড়াল অতিরিক্ত সময়ে।
প্রথমার্ধে আধিপত্য বিস্তার করা স্পেন দ্বিতীয়ার্ধেও সুযোগ সবচেয়ে বেশি তৈরি করেছে। ম্যাচের ৫১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখাও পেয়ে যায় দলটা।
লামিন ইয়ামাল ডান পাশ থেকে আক্রমণে উঠেছিলেন। তার নিচু ক্রস গিয়ে খুঁজে পায় দানি অলমোকে। তার নিচু শট গিয়ে আছড়ে পড়ে জালে।
৯০ মিনিট শেষ হওয়ার একটু আগে গোলের দেখা পেয়ে যায় জার্মানিও। জশুয়া কিমিখের বাড়ানো বল থেকে গোলটা করেন ফ্লোরিয়ান ভার্টজ। আর তাতেই ১-১ সমতায় ফেরে ম্যাচটা। লড়াইটা চলে যায় অতিরিক্ত সময়ে।