টাইব্রেকারে পর্তুগালকে হারাল ফ্রান্স, রোনালদোর বিদায়
দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর কিলিয়ান এমবাপের একজনকে বিদায় নিতে হতো আজ। তাদের দল ফ্রান্স আর স্পেন যে মুখোমুখি হয়েছিল নকআউটের লড়াইয়ে। সে লড়াইয়ে কিলিয়ান এমবাপে শেষমেশ হেসেছেন শেষ হাসি। ফ্রান্স পেনাল্টি শ্যুটআউটে পর্তুগালকে হারিয়েছে ৫-৩ গোলে। তাতে দ্বিতীয় দল হিসেবে এবারের ইউরোর শেষ চার নিশ্চিত করেছে ফরাসিরা। সেখানে তাদের লড়াইটা হবে স্পেনের সঙ্গে।
লড়াইটা ইউরোর দুই হেভিওয়েট দলের লড়াই ছিল। তবে এই লড়াইয়ে যা হয়েছে, তা মোটেও যেন দুই দলের নামের প্রতি সুবিচার করতে পারছে না। প্রথমার্ধের কথাই ভাবুন, দুই দল মিলিয়ে 'সেরা সুযোগ' পেয়েছিল ফ্রান্স, তাও সেটা ২১ গজ দূর থেকে থিও এরনান্দেজের চেষ্টায়!
দ্বিতীয়ার্ধে দুই দলই সুযোগ তৈরি করেছে। তবে তার একটাও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি ফ্রান্স বা পর্তুগালের কেউই। একই দৃশ্যের দেখা মিলেছে যোগ করা অতিরিক্ত সময়েও।
পেনাল্টি শ্যুট আউটেও নিয়তিটা একই রকম থাকার আভাসই মিলছিল। তবে শেষমেশ দুই দলের পার্থক্যটা গড়ে দিলেন জোয়াও ফেলিক্স। তৃতীয় শট নিতে আসা ফেলিক্স শট নিলেন, তবে তা প্রতিহত হলো বারপোস্টে। ওদিকে ফ্রান্স তাদের সবকটা পেনাল্টি থেকেই গোল করে। ফলে ৫-৩ গোলে পর্তুগালকে হারিয়ে শেষ চারে চলে যায় ফ্রান্স।