মেজর লিগে টেক্সাসের বিপক্ষে সাকিবের লস অ্যাঞ্জেলেসের জয়
সাকিব আল হাসানের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হলো আরও এক টুর্নামেন্ট। সেখানে লস অ্যাঞ্জেলেসের নাইট রাইডার্সের হয়ে জয় দিয়েই মেজর লিগে ক্রিকেটে যাত্রা শুরু করলেন দেশসেরা এই অলরাউন্ডার। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামে সাকিবের দলটি। সেখানে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ১২ রানের জয় পায় লস অ্যাঞ্জেলেস।
ম্যাচটিতে ব্যাটে-বলে দুইয়েই দলের জয়ে অবদান রাখেন সাকিব। ব্যাট হাতে ১৩ বলে ১৮ রানের পর বল হাতে কিছুটা খরুচে থাকলেও (৩ ওভারে ৩২ রান) একটি উইকেট পান তিনি।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টেক্সাস অধিনায়ক ফাফ ডু প্লেসি। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান তোলে সাকিবের দল।
সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বেশ সাবলীলভাবে খেলতে থাকে টেক্সাসের ব্যাটাররা। দলীয় ৩০ রানের মাথায় ফাফ ডু প্লেসি ফিরলেও ভয়ঙ্কর হয়ে উঠছিল দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও অ্যারন হার্ডির জুটি। সেখানেই বল হাতে কিছুটা খরুচে হলেও নবম ওভারে হার্ডিকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। পরে ডেভন কনওয়ে ৫৩ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলে ফেরেন দলীয় ১০২ রানের মাথায়। সেখানে যুক্তরাষ্ট্রের পেসার আলী খানের নৈপুণ্যে ১০২ থেকে ১২০ রান, এই ১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে টেক্সাস। সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত তাদের স্কোরবোর্ডে ওঠে ৮ উইকেটে ১৫০ রান।
এদিক আগে ব্যাট করতে শুরুতেই বড় ধাক্কা খায় লস অ্যাঞ্জেলেস। ৫ রানের মধ্যেই দুই ওপেনার সুনীল নারাইন ও জেসন রয়ের উইকেট হারিয়ে বসে তারা। সেখানেই চাপ সামলাতে চারে ব্যাটিংয়ে নামেন সাকিব। উন্মুখত চাঁদকে নিয়ে চাপটা অনেকটাই সামলে নেন সাকিব। তাদের তৃতীয় উইকেটের জুটি থেকে আসে ৩৯ রান। তবে ভালো শুরু পেয়েও পিচে থিতু হতে পারেননি সাকিব, ফেরেন ১৩ বলে ১৮ রান করেন।
পরে উন্মুখতের দলীয় সর্বোচ্চ ৬৮, নিতিশ কুমারের ২৬ এবং শেষে কর্ণে ড্রাইয়ের ৪ বলে ১২ রানের ক্যামিওতে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় সুনীল নারাইনের দলটি।
বাংলাদেশের হয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলা সবচেয়ে অভিজ্ঞ নামটাই সাকিবের। টি-টোয়েন্টিতে তার ১৮ বছরের ক্যারিয়ারে মেজর লিগের লস অ্যাঞ্জেলেস তার ২৪তম দল।