অবসরে রোহিত-কোহলির জার্সি!
ভারতীয় ক্রিকেটে কত জয়ের গল্পে জড়িয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলি; তার সঠিক হিসেব খোঁজে বের করা কঠিন। তবে একুশ শতকে ভারতীয় ক্রিকেটে যত সাফল্য তার প্রতিটিই জড়িয়ে আছে রোহিত ও কোহলির নাম। এরপরও মাঝে লম্বা একটা গ্যাপ তৈরি হয়েছিল ভারতের ট্রফি জয়ে। সেই ট্রফিটা অবশেষে এলো রোহিত-কোহলিদের হাত ধরেই।
দীর্ঘ ১১ বছর পর কোনো আইসিসি ট্রফি জিতল ভারত। টি-টোয়েন্টিতে যা ১৭ বছর পর। এমন জয়ের পেছনেও অগ্রণী ভূমিকা অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির। ভারতের বিশ্বকাপ জয়ের পর ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে টি-টোয়েন্টি ক্রিকেটকে দু’জনেই বিদায় বলে দিয়েছেন। ভারতের এমন জয়ের পর তাদের জার্সি অবসরে পাঠানোর দাবি উঠেছে। বিসিসিআইয়ের কাছে এমন দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।
রোহিত তার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করেছেন রেকর্ড ৪ হাজার ২৩১ রান করে। ৪ হাজার ১৮৮ রান করে কোহলির অবস্থান ঠিক পরেই। যেই জার্সি নাম্বার গায়ে জড়িয়ে এমন কীর্তি গড়েছেন দু’জন; তাদের সেই জার্সি নাম্বার দুটোকেই এবার অবসরে পাঠাতে চান রায়না।
ভারতীয় জাতীয় দলে কোহলির জার্সি নাম্বার ১৮ ও রোহিতের জার্সি নাম্বার ৪৫। যেই দুই জার্সিকে এখন স্থায়ীভাবে তুলে রাখার আহ্বান জানিয়েছেন রায়না। এক্ষেত্রে ভারতকে তিনটি শিরোপা জেতানো ধোনির ৭ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর বিষয়টিও টেনে এনেছেন তিনি।
জার্সি তুলে রাখার বিষয়য়ে বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়ে রায়না বলেন, ‘আমি বিসিসিআইকে অনুরোধ করছি ১৮ এবং ৪৫ নম্বর জার্সিগুলো ছেড়ে দিতে। তাদের একটি বিশেষ ব্যবস্থা থাকা দরকার যেখানে তারা এই জার্সি নম্বরগুলি সংরক্ষণ করে রাখে। ৭ নম্বর জার্সি ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত। কাজেই ১৮ এবং ৪৫ এর জন্যও একই কাজ করা উচিত। যে সংখ্যাটি দেখে প্রতিটি তরুণ ক্রিকেটার অনুপ্রাণিত হবে।’
রায়না আরও বলেন, ‘১৮ এবং ৪৫ জার্সির মানুষ দুটি এমন পরিস্থিতি থেকে ভারতকে বহুবার জিতেয়েছে যে ভবিষ্যতে যেই দলে আসুক, তাদের কেবল এই সংখ্যাগুলি দেখে অনুপ্রাণিত বোধ করা উচিত।’