রোনালদোর বিদায়ঘণ্টা? যা বললেন পর্তুগাল কোচ
তবে কি পর্তুগালের জার্সিতে শেষবারের মতো ক্রিশ্চিয়ানো রোনালদো কে দেখলেন তার ভক্ত-সমর্থকরা? শিরোপা পুনরুদ্ধারের আসরে গত রাতে সেমি-ফাইনালের লক্ষ্য নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল, তবে বিধিবাম রোনালদোর স্বপ্নভঙ্গ। এটাই যে রোনালদোর শেষ ইউরো হতে চলেছে তা শেষ ষোলোতে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তা জানিয়ে দিয়েছিলেন রোনালদো নিজেই। তবে ফ্রান্সের বিপক্ষে এই ম্যাচটাই কি রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ কি-না সেটা নিয়েই ফুটবল পাড়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
কোয়ার্টার ফাইনালে এমন হারের পর স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করে রেখেছিল দলের সবাইকে। সেই তালিকায় ভিন্ন নয় তাদের কোচ রবের্তো মার্তিনেজও। তবে ম্যাচ শেষে ম্যাচের অবস্থা নিয়ে প্রশ্নের আগে মার্তিনেজকে মুখোমুখি হতে হল রোনালদো প্রসঙ্গে। সেখানে তিনি অনায়াসেই জানালেন, এ নিয়ে রোনালদো এখনও কোনো ইঙ্গিত দেননি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোকে মার্তিনেজ জানান, ‘ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের মূল সময় পর অতিরিক্ত সময়েও দুই দলের কেউ বল জালে জড়াতে না পাড়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে অবশ্য প্রথম শটেই বল জালে জড়ান রোনালদো। তবে বাকি তিনটি শটের মধ্যে একটি মিস করে বসেন জোয়াও ফেলিক্স। আর এদিকে ফ্রান্স পাঁচটি শটের প্রত্যেকবারই জালের দেখা পেলে জিতে যায় ম্যাচটি।
পারফর্ম বিচারে এবারের ইউরো আসরটা ভুলে যেতে চাইবেন সিআর সেভেন। কেননা দলের বিদায়ের আগে পাঁচ ম্যাচের একটিতেও গোলের দেখা পাননি তিনি। যদিও এই পরিসংখ্যান তাই আন্তর্জাতিক ক্যারিয়ারকে প্রতিফলিত করে না। কেননা পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২১২ ম্যাচ খেলে রেকর্ড ১৩০টি গোল করেছেন এই রোনালদোই।
এমন বড় টুর্নামেন্টে এবারই প্রথম গোলশূন্য থেকে বিদায় নিলেন এই পর্তুগাল তারকা। শুধু কি তাই, ইউরোয় এক আসরে সর্বোচ্চসংখ্যক শট নিয়েও গোল না পাওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডে যৌথভাবে ভাগও বসিয়েছেন রোনালদো। ১০টি শট নিয়ে একটি গোলও পাননি তিনি। তবে কী বিদায়টা নেবেন এভাবেই? নাকি তার দেখা মিলবে আসছে ২০২৬ বিশ্বকাপে। যদিও তখন তার বয়সটা দাঁড়াবে ৪১। আপাতত তাই এই বিষয়গুলো থাকুক প্রশ্ন হিসেবেই।