তুমি কি ইডলি খেয়ে মাঠে যাও, বুমরাহকে মোদির প্রশ্ন

তুমি কি ইডলি খেয়ে মাঠে যাও, বুমরাহকে মোদির প্রশ্ন

ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক জাসপ্রিত বুমরাহ। শেষ দিকে বুমরাহর দাপুটে বোলিংয়েই ম্যাচের মোমেন্টাম ফিরে পেয়েছিল ভারত। যা কাজে লাগিয়ে পরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছরের শিরোপা খরা কাটিয়েছে ভারত। ফাইনাল ম্যাচে মাত্র ১৮ রান খরচায় বুমরাহ শিকার করেছেন ২ উইকেট। সবমিলিয়ে ৮ ম্যাচে মাত্র ৪.১৭ ইকনোমিতে ১৫ উইকেট নিয়ে আসরসেরা হয়েছেন বুমরাহ।

বিশ্বকাপ জয়ের পর বুমরাহর এমন সাফল্যের রহস্য জানতে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুমরাহকে জিজ্ঞাস করেছেন মাঠে নামার আগে সে ইডলি খেয়ে যায় কিনা। মোদির এমন প্রশ্নে হেসে ফেলেছেন বুমরাহ।

মোদির প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, ‘না, না, তেমনটি নয়। যখনই পরিস্থিতি কঠিন হয়, আমাকে সেই পরিস্থিতিতে বল করতে হয়। বিষয়টি আমি উপভোগ করি। কেননা, যদি আমি দলকে সাহায্য করতে পারি এবং কঠিন পরিস্থিতি থেকে দলকে ম্যাচ জেতাতে পারি, তাহলে এটি আমাকে অনেক আত্মবিশ্বাস দেয়। যেই আত্মবিশ্বাস আমাদের সামনের দিকে নিয়ে যাই। বিশেষ করে এই টুর্নামেন্টে, এমন অনেক পরিস্থিতি ছিল যখন আমাকে কঠিন সময়ে বল করতে হয়েছিল এবং আমি দলকে সাহায্য করতে পেরেছিলাম এবং ম্যাচ জেতাতে পেরেছিলাম।’

বুমরাহকে এরপর কঠিন প্রশ্নই ছুড়ে দিয়েছেন মোদি। ব্যাটারদের নার্ভাস নাইনটিজেই প্রসঙ্গ তুলে মোদি বুমরাহকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি যতটা ক্রিকেট দেখেছি, ৯০-এর পর ব্যাটার জয়ের মেজাজ যতই থাকুক না কেন একটু নার্ভাস হয়ে যায়। একইভাবে, শেষ ওভার থাকলে, জয়-পরাজয় যদি এক বলের ওপর নির্ভর করে, এমন উত্তেজনাকর সময়ে এমন পরিস্থিতিতে নিজেকে সামলাবেন কীভাবে?

যার উত্তরে বুমরাহ বলেন, ‘আমি যদি ভাবি আমরা হারব বা ম্যাচে আমাকে অতিরিক্ত কিছু করতে হবে, তাহলে আমি সম্ভবত ভুল করব। আমি নার্ভাস হয়ে যাব। যদি আমি গ্যালারির দিকে তাকাই বা অন্যদের দিকে নার্ভাসভাবে তাকাই, তাহলে আমি হয়তো ভুল করব। তাই আমি সেই সময়ে ম্যাচে ফোকাস করি, নিজেকে নিয়ে চিন্তা করি, ভাবি এখন আমি কী করতে পারি। আর অতীতে যখন ভালো করেছি, দলকে সাহায্য করতে পেরেছি তখন কী করেছি। তাই ভালো দিনে দলকে কীভাবে সাহায্য করেছিলাম সেই সব কথা মনে রাখার চেষ্টা করি। আর সেসব কথা মনে রেখে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

এরপর মোদি মজা করে বলেন কিন্তু চাপের সময় পরোটা ছাড়া দিন পূর্ণ হয় নাকি। যার উত্তরে বুমরাহ বলেন, ‘না, স্যার, ওয়েস্ট ইন্ডিজে আমরা ইডলি বা পরোটা পাচ্ছিলাম না। আমাদের যা কিছু ছিল তাই দিয়েই চলতে হয়েছে। তবে দল হিসেবে টুর্নামেন্টটা আমাদের খুব ভালোই গিয়েছে। আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছি, আমি এত আবেগ আগে অনুভব করিনি, তাই আমি খুব গর্বিত এবং এর চেয়ে ভাল অনুভূতি আমি কখনও অনুভব করিনি।’

উল্লেখ্য, ইডলি হল দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার, যা তৈরি হয় সিদ্ধ চালের আটা দিয়ে। যা খেতে হয় ডাল বা সবজি দিয়ে। ইডলি অনেকটা দেখতে বাংলাদেশের শীতকালীন ভাপা পিঠার মতো। মোদির জন্মস্থান ও বুমরাহর জন্মস্থান গুজরাটে হওয়ায় সেখানকার জনপ্রিয় খাবার ইডলি নিয়ে মজার ছলে আলোচনা করেছেন।

সম্পর্কিত খবর