উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের দুশ্চিন্তায় এক আর্জেন্টাইন
কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে রোববার সকাল ৭ টায় মাঠে নামছে ব্রাজিল। যেখানে তাদের মুখোমুখি আসরের রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী দল উরুগুয়ে। নকআউট ম্যাচ হওয়ায় এ ম্যাচে জয় ছাড়া পথ খোলা নেই কারো সামনেই। ব্রাজিলের জন্য অবশ্য ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে দলের প্রধান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র না থাকায়। তাছাড়া উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠেছে এখন দলটির আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।
২০২৩ সালে উরুগুয়ের প্রধান কোচ হওয়ার পর দলটিকে যেন রাতারাতি বদলে দিয়েছেন মার্সেলো বিয়েলসা। কোচ হিসেবে আর্জেন্টিনাই ব্যাপক খ্যাতি রয়েছে বিয়েলসার। তাকে বলা হয় কোচদের কোচ। যার কাছে কোচিং দীক্ষা নিয়ে অনেকেই আজ কোচিং ক্যারিয়ার রাঙিয়েছেন। সাফল্য পেয়েছেন। সেই তিনি যখন একটি দলকে টেনে তোলার দায়িত্ব নেন, উন্নতির কৌশল বাতলে দেন; তখন সেই দলের উন্নতি হতে বাধ্য।
যার প্রমাণ মিলে তার অধীনে দলটির পারফরম্যান্সের গ্রাফের দিকে তাকালেও। তার অধীনে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ৯টিতেই জয় পেয়েছে উরুগুয়ে। হেরেছে কেবল ২ ম্যাচ। এরমধ্যে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ও ব্রাজিলও আছে হারাদের তালিকায়। তাই এই আর্জেন্টাইন বিয়েলসাকেই নিয়েই এখন মাথা ঘামাতে হচ্ছে ব্রাজিলকে। তাছাড়া বিয়েলসার অধীনে চলতি টুর্নামেন্টেই দারুণ ফুটবল খেলছে উরুগুয়ে। গ্রুপপর্বে সবকটি ম্যাচেই জয় পেয়েছে দাপটের সঙ্গে। তাই এই বদলে যাওয়া উরুগুয়েকে নিয়ে দুশ্চিন্তা করতেই হচ্ছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে।
সেই দুশ্চিন্তা আরও বেড়েছে দলের অন্যতম সেরা তারকা ব্যালন ডি’অর জয়ের সম্ভাব্য দৌড়ে থাকা ভিনি না থাকায়। গ্রুপপর্বে দুটি হলুদ কার্ড দেখায় এ ম্যাচে তাকে ছাড়ায় পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলকে। তার জায়গায় শুরুর একাদশে খেলার কথা রয়েছেন ব্রাজিলের ‘মেসিনহো’ খ্যাত তরুণ এন্দ্রিকের। নিজের দিকে দারুণ ফুটবল খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই তরুণ। তাছাড়া বিশ্বজুড়ে ক্লাব ফুটবলে খ্যাতি অর্জন করা একঝাঁক তরুণ ফুটবলার তো আছেই। যারা নিজের দিনে ম্যাচটা ব্রাজিলের দিকে এনে দিতে পারেন।
তবে সমস্যা হলো নিজেদের সেই সেরা ছন্দটাই এখনও খোঁজে পায়নি ব্রাজিল। বলতে গেলে কোনো রকমে গ্রুপপর্ব পারি দিয়েছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র’য়ের পর প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে ফের ১-১ গোলে ড্র করেছে দলটি। যা প্রমাণ দেয় দলটির নাজুক অবস্থার।
বিপরীতে গ্রুপপর্বে পানামাকে ৩-১, বলিভিয়াকে ৫-০ ও যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে দলটি। এখন স্বপ্ন দেখছে ব্রাজিলকে হারিয়ে সেমি এমনকি কোপার শিরোপা জয়েরও। সেই পথে দলটিকে আরও সাহস যোগাচ্ছে সবশেষ দেখায় ব্রাজিলকে ২-০ গোলে হারানোর মধুর স্মৃতি। কাজেই উরুগুয়ের বিপক্ষে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে এক কঠিন পরীক্ষায় দিতে হবে ব্রাজিলকে।