রুদ্ধশ্বাস ম্যাচে শরিফুলের ক্যান্ডিকে হারিয়ে দিল তাসকিনের কলম্বো
চোটের কারণে বিশ্বকাপের দলে থেকেও এক ম্যাচও খেলা হয়নি শরিফুল ইসলামের। সেই শরিফুল চোট কাটিয়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন এলপিএলের দল ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। এদিন তার প্রতিপক্ষ ছিল তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। তবে শরিফুলের দিনটা অবশ্য ভালো যায়নি। নিজের খরুচে দিনে শেষ ওভারের নাটকীয়তাই ম্যাচ হেরেছে তার দল ক্যান্ডি। তাসকিনের কলম্বো জয় পেয়েছে মাত্র ২ রানে।
শেষ কদিনে বাংলাদেশের ক্রিকেটে আলোচিত নাম তাসকিন আহমেদ। ঘুম কাণ্ডে আলোচিত এই পেসার এদিন বল হাতে খুব একটা খারাপ করেননি। ইনিংসের দ্বিতীয় বলেই পেতে পারতেন উইকেট। তবে সেটা বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার লুফে নিতে পারেননি। এদিন তাসকিন ৪ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন ৩০ রান। শিকার করেছেন ১ উইকেট। অন্যদিকে বল হাতে তাসকিনের চেয়ে ১ উইকেট বেশি পেলেও শরিফুল খরচ করেছেন ৪৩ রান।
ম্যাচে তাসকিনের দল শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৯৯ রান জমা করে। যেখানে ৪৩ বলে ৭০ রান করেন গ্লেন ফিলিপস।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে দিনেশ চান্দিমালকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাসকিন। তবে সেই ধাক্কা সামলে দলকে জয়ের পথ দেখান আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ হারিস। হারিস ৩২ বলে ৫৬ রান করে। কামিন্দু মেন্ডিস ১৬ বলে ৩৬ রান করেন। শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ের খুব কাছে নিয়ে গিয়েছিলেন দলকে।
ম্যাচ জিতেতে শেষ ওভারে ২০ রান করতে হতো ক্যান্ডিকে। ওই ওভারে পেরেরাকে ২টি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন ম্যাথিউস। ম্যাচ জিততে শেষ বলে ৩ রান করতে হতো তাকে। তবে শেষ পর্যন্ত সেটি পারেননি ম্যাথিউস। রান আউটে কাটা পড়ে নাটকীয়ভাবে ম্যাচটা হারতে হয়েছে ২ রানে।