জিম্বাবুয়ের বিপক্ষে হারল বিশ্বকাপজয়ী ভারত
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে সেই বিশ্বকাপে জায়গাও হয়নি জিম্বাবুয়ের। এবার সেই জিম্বাবুয়েই হারিয়ে দিয়েছে শক্তিশালী ভারতকে। জিম্বাবুয়ের ১১৫ রান তাড়া করতে নেমে ভারত গুঁটিয়ে গেছে মাত্র ১০২ রানে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভারতের হলো ১৩ রানের হার দিয়ে।
লক্ষ্যটা ছোট হলেও ২২ রানে ৪ উইকেট হারিয়ে সেটা কঠিন করে ফেলে ভারত। এরপরও অধিনায়ক শুভমান গিল দলকে টানছিলেন। তবে সেটা দীর্ঘ স্থায়ী হতে দেয়নি জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ৩১ রান করা গিলকে ফিরিয়ে ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন রাজা।
এরপরও ভারত লড়াই চালিয়ে যাচ্ছিল ওয়াশিংটন সুন্দর উইকেটে থাকায়। মাঝে আভেশ খান তাকে সঙ্গ দিচ্ছিলেন। তাতে ম্যাচটা হাতছাড়া হতে বসেছিল জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ১২ বলে ১৬ রান করে আভেশ খান ফিরলে একা হয়ে যান সুন্দর।
মুকেশ কুমার ফিরলে যা করার করতে হতো সুন্দরকেই। তবে এদিন পেরে উঠেননি তিনি। তাছাড়া অতিরিক্ত বল নষ্ট করায় লক্ষ্যটাও নাগালের বাইরে চলে গিয়েছিল তার। ম্যাচ জেতাতে শেষ ওভারে ১৬ রান তাড়া করতে হতো তাকে। হারারের কঠিন উইকেটে সেটা পেরে উঠেননি তিনি। শেষ পর্যন্ত ইনিংসের ১ বল বাকি থাকতে অলআউট হয় ভারত। সুন্দর ফিরেন ২৭ রানে। ভারতের ইনিংস থামে ১০২ রানে। ১৩ রানের জয় পায় জিম্বাবুয়ে।
এর আগে হারারেতে, সম্পূর্ণ নতুন দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে ভারত। যেই দলে নেই ভারতের বিশ্বকাপজয়ী দলের কোনো ক্রিকেটার। দলের নেতৃত্বে শুভমান গিল। শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে তাদের সেই বড় রান করতে দেয়নি ভারতীয় বোলাররা। আটকে দেয় মাত্র ১১৫ রানে। ৯ উইকেট খরচায় এই রান তুলেছে জিম্বাবুয়ে। যেখানে দলীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে ক্লাইভ মাদান্ডের ব্যাটে।
ভারতীয় বোলারদের মধ্যে ১৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রবি বিষ্ণই। সিরিজের পরের ম্যাচ আগামীকাল বিকেল ৫ টায়। সিরিজে ফিরতে যেখানে জয় চায় ভারতের।
সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৫/৯ (মাধেভেরে ২১, বেনেট ২২, রাজা ১৭, মায়ার্স ২৩, মাডান্ডে ২৯*; খালিল ৩-০-২৮-০, মুকেশ ৩-০-১৬-১, বিষ্ণই ৪-২-১৩-৪, আভিশেক ২-০-১৭-০, আভেশ ৪-০-২৯-১, ওয়াশিংটন ৪-০-১১-২)
ভারত: ১৯.৫ ওভারে ১০২/১০ (অভিষেক ০, গিল ৩১, রুতুরাজ ৭, পারাগ ২, জুরেল ৬, ওয়াশিংটন ২৭*, বিষ্ণই ৯, আভেশ ১৬; বেনেট ১-১-০-১, মাসাকাদজা ৩-০-১৫-১, চাটারা ৩.৫-১-১৬-৩, মুজারাবানি ৪-০-১৭-১, জঙ্গুয়ে ৪-০-২৮-১, রাজা ৪-০-২৫-৩)
ফল: জিম্বাবুয়ে ১৩ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে জিম্বাবুয়ে
ম্যাচসেরা: সিকান্দার রাজা