সবাই ভুলে গিয়েছিলেন যে হার্দিকও মানুষ
কথায় আছে যায় দিন ভালো,আসে দিন খারাপ। তবে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক হার্দিক পান্ডিয়ার জন্য যেন প্রবাদটি পুরোই উল্টো। এইত মাস খানেক আগে যে হার্দিককে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুয়োধ্বনি শুনতে হচ্ছিল নিজের দর্শকদের থেকেই, আজ তারাই দু-হাত মেলে বরণ করে নিল হার্দিককে।
যেন এবার প্রবাদটি উলটে গেল, যায় দিন খারাপ আর আসে দিন ভালো। তাইতো ছোট ভাই হার্দিককে নিয়ে ক্রুনাল পান্ডিয়ার আবেগঘন পোষ্ট। যেখানে তিনি লেখেন, ‘আমার ভুলে গিয়েছিলাম, সেও মানুষ।'
ঘটনার সূত্রপাত এই ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকেই। গেল আইপিএলে নাটকীয়ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরেন হার্দিক। আর এসেই মুম্বাই অধিনায়কের দায়িত্ব চলে আসে রোহিত শর্মার কাছ থেকে হার্দিকের হাতে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত, চারিদিকে শুরু হয় হার্দিকের সমালোচনা। মুম্বাইয়ের সমর্থকের কোনোভাবেই মেনে নিতে পারেনি হার্দিকের নেতৃত্ব। এর এই দর্শকরাই আজ হার্দিককের জন্য গলা ফাটালো খুশিতে।
ইন্ট্রাগ্রামের এক পোষ্টে ক্রুনাল পান্ডিয়া লিখেন বলেন, ‘গত ছয় মাস ছিল হার্দিকের জন্য সবচেয়ে কঠিন। যেসবের মধ্য গিয়ে সে গিয়েছে, তা প্রাপ্য ছিল না তার।'
ক্রুনাল আরো বলেন, “৬ বছর বয়স থেকেই দেশের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছে সে। আমি স্রেফ লোকদের মনে করিয়ে দিতে চাই যে, হার্দিক তার ক্যারিয়ারে এত অল্প সময়ের মধ্যে যা করেছে, তা অবিশ্বাস্য। জাতীয় দলের হয়ে তার প্রচেষ্টার কখনও কমতি ছিল না।”
এবারের বিশ্বকাপে দলের কঠিন সময় হার্দিক হাল ধরে ছিলেন শক্ত হাতে। বিশ্বকাপে ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ও ৪৮ গড়ে মোট ১৪৪ রান করেন এই হার্ড হিটার। এবারের বিশ্বকাপে হার্দিকের ঝুলিতে উইকেট পরেছে মোটে ১১ টি, ইকোনমি ৭.৬৪। আর এই হার্দিককে নিয়েই আইপিএলে ছিল যত সমালোচনা। কারণ তার নেতৃত্বে যে মুম্বাই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের তলানিতে থেকে আইপিএল শেষ করে।