তুরস্কের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে নেদারল্যান্ডস
তুরস্ক এবারের ইউরোয় বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচের অংশ হয়ে গেছে। এবার তারা স্বপ্নে বিভোর ছিল সেমিফাইনালের। নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুতে গোল করে সে স্বপ্ন সত্যি করার পথে অনেকটা এগিয়েও গিয়েছিল। তবে শেষমেশ সে স্বপ্ন সত্যি হলো না আর। ইউরো ২০২৪ এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে তাদের স্বপ্ন ভেঙে গেছে ৬ মিনিটের ঝড়ে। তাদের ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে ডাচরা।
বার্লিনের অলিম্পিয়াস্টাডিওনে গতরাতে সেট পিস থেকে দেখা মেলে প্রথম দুই গোলের। ৩৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বল ক্রস করেন রিয়াল মাদ্রিদ সেনসেশন আর্দা গুলের। তা থেকে সামিত আকায়দিনের দারুণ হেডার এগিয়ে দেয় তুরস্ককে। সেই এক গোলে এগিয়ে তুরস্ক যায় বিরতিতে।
৭৫ মিনিটে ম্যাচে সমতা ফেরায় নেদারল্যান্ডস। মেম্ফিস ডিপায়ের ক্রসে মাথা ছুঁইয়ে স্টেফান ডি ভ্রাইয়ের গোল ম্যাচে ফেরায় তাদের।
৫ মিনিট পর ড্যানজেল ডামফ্রিসের ক্রসটা ঠিকঠাক ঠেকাতে পারেননি তুর্কি ডিফেন্ডার মের্ত মুলদার। তার পায়ে বল লেগে গিয়ে জড়ায় জালে।
ম্যাচের প্রায় ৪০ মিনিট সময় এগিয়ে থাকলেও ওই ৬ মিনিটের ঝড়ই স্বপ্ন ভেঙে দেয় তুরস্কের। ফলে ২-১ গোলে জিতে শেষ চারে চলে যায় নেদারল্যান্ডস।