ভিনিসিয়াসকে ছাড়াই উরুগুয়ের মুখোমুখি ব্রাজিল
কোপা আমেরিকার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ ব্রাজিল মুখোমুখি হচ্ছে উরুগুয়ের। এই লড়াইয়ে অবশ্য সেলেসাওরা তাদের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না। নিষেধাজ্ঞার কারণে আজকের এই ম্যাচে খেলতে পারছেন না তিনি।
তার জায়গায় পরিবর্তন আনতেই হতো কোচ দরিভাল জুনিয়রকে। তা তিনি এনেছেনও। তার জায়গায় দলে রেখেছেন তরুণ তুর্কি এনদ্রিককে।
এছাড়াও সবশেষ ম্যাচ থেকে একটা পরিবর্তন আছে ব্রাজিলের একাদশে। লেফটব্যাক ওয়েন্দেলের জায়গায় দলে এসেছেন গিলের্মে আরানা।
ওদিকে উরুগুয়ে তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। যুক্তরাষ্ট্রকে হারানোর একাদশটা নিয়েই ব্রাজিলের মুখোমুখি হয়েছে কোচ মার্সেলো বিয়েলসার দল।
ব্রাজিল একাদশ-
এলিসন
দানিলো, এডার মিলিতাও, মারকিনিয়োস, আরানা
গোমেজ, গিমারেশ
রদ্রিগো, পাকেতা, রাফিনিয়া
এনদ্রিক
উরুগুয়ে একাদশ
রোশে
নান্দেজ, আরাউহো, অলিভিয়েরা, ভিনিয়া
উগারতে, ভালভার্দে
পেলিস্ত্রি, দে লা ক্রুজ, মাতিয়াস
নুনিয়েজ