প্রথমার্ধে গোলের দেখা পেল না ব্রাজিল-উরুগুয়ের কেউই
কোপা আমেরিকার শেষ আটে আজ মুখোমুখি ব্রাজিল আর উরুগুয়ে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৪৫ মিনিট শেষে ০-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে গেছে দুই দল।
প্রথমার্ধে সুযোগ উরুগুয়ের সামনেই বেশি এসেছে। শুরুর দুটো কর্নার গেছে তাদের পক্ষে। তবে তা কাজে লাগাতে পারেনি দলটা।
৩৩ মিনিটে ডারউইন নুনিয়েজ সুযোগ পেয়েছিলেন ভালো। তবে তিনি শট নিয়েছেন লক্ষ্যের অনেক ওপর দিয়ে।
৩৫ মিনিটে ব্রাজিলও সুযোগ পেয়েছিল। রাফিনিয়ার শটটা ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক রোশে।
শেষ মুহূর্ত আরও একটা সুযোগ পেয়েছে ব্রাজিল। সেবারও রাফিনিয়া আর তার দলের পথের কাটা হয়ে দাঁড়ান এই রোশে। মাঝমাঠ থেকে বাড়ানো বলটা খানিকটা এগিয়ে এসে তিনি আটকে দেন রাফিনিয়ার পায়ে পড়া থেকে, না হয় গোলের সামনে তাকে একাই পেয়ে যেতেন ব্রাজিল ফরোয়ার্ড।
সুযোগ দুই পক্ষই পেয়েছে। তবে কাজে লাগাতে পারেনি তেমন। ফলে গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যাচটার প্রথমার্ধ।