৫২ রানে অর্ধেক ইনিংস শেষ ইংলিশদের

৫২ রানে অর্ধেক ইনিংস শেষ ইংলিশদের

গতকাল বাংলাদেশ হেরেছে নেদারল্যান্ডসের কাছে। তার পুনরাবৃত্তিই যেন হচ্ছে ভারত-ইংল্যান্ড ম্যাচে। ডাচদের মত ২৩০ রানের লক্ষ্যই দিয়েছিল ইংল্যান্ডকে। ২৩০ রানের লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না, আবার খুব সহজও নয়। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে কি না ইংল্যান্ড রীতিমতো মুখ থুবড়েই পড়েছে! ৫২ রানে নেই পাঁচ উইকেট। তাতে বিশ্বকাপে নিজেদের টানা চতুর্থ হারও চোখরাঙানি দিচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের!

টস হেরে ব্যাট করতে নেমে ভারত বিপাকেই পড়েছিল। সেখান থেকে রোহিত শর্মার ৮৭ আর সূর্যকুমার যাদবের ৪৯ রানের ইনিংসে ভর করে দলটা পায় লড়াকু পুঁজি। ২৩০ রানের লক্ষ্য ঝুলিয়ে দেয় ইংলিশদের সামনে।

টানা তিন হারের পর এই লক্ষ্য পেয়ে ইংলিশ শিবিরে জয়ের আশাই জেগে উঠেছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আবারও দলটির পথ আগলে দাঁড়িয়েছে। দুই ওপেনার দাভিদ মালান আর জনি বেয়ারস্টো দলকে ৩০ রানের জুটি এনে দিয়েছিলেন। এরপর দলটা পথ হারিয়েছে। জো রুট, বেন স্টোকস ফিরেছেন রানের খাতা খোলার আগেই, আর জস বাটলার করেছেন মোটে ১০। ৫২ রানে পাঁচ উইকেট খুইয়ে তাতেই ইংলিশরা চলে গেছে খাদের কিনারে। 

সম্পর্কিত খবর