কোপা আমেরিকার সেমিফাইনালে কে কার মুখোমুখি?

কোপা আমেরিকার সেমিফাইনালে কে কার মুখোমুখি?

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের চার লড়াই শেষ। সবশেষ ম্যাচে শিরোপা প্রত্যাশী ব্রাজিল হেরে গেছে উরুগুয়ের কাছে। ফলে বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের। উরুগুয়ে চলে গেছে শেষ চারে।

এই ম্যাচ দিয়েই কোপা আমেরিকার সেমিফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে। আজ রবিবার দিনের প্রথম ম্যাচে কলম্বিয়া ৫-০ গোলে উড়িয়েই দিয়েছে উত্তর আমেরিকার দল পানামাকে। 

ফলে তারাও চলে গেছে সেমিফাইনালে। সেই কলম্বিয়া সেমিফাইনালে খেলবে ব্রাজিলকে বিদায় করা উরুগুয়ের বিপক্ষে। 

কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ উত্তর আমেরিকার দল কানাডা। 

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা আর কানাডা খেলবে আগামী বুধবার, ১০ জুলাই। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটা। 

কলম্বিয়া-উরুগুয়েকে নিয়ে দ্বিতীয় সেমিফাইনালটা মাঠে গড়াবে তার পরদিন, ১১ জুলাই বৃহস্পতিবার। সে ম্যাচও হবে একই সময়ে। 

এরপর দুই ম্যাচে হেরে যাওয়া দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ম্যাচটা হবে আগামী ১৪ জুলাই। পর দিন দুই সেমিফাইনালের জয়ী দল খেলবে কোপা আমেরিকার ফাইনালে। এই দুই ম্যাচও মাঠে গড়াবে সকাল ৬টায়। 

সম্পর্কিত খবর