ইউরো ২০২৪ এর সেমিফাইনালের লাইন আপ দেখে নিন এক নজরে
কোপা আমেরিকার সমানে সমানে চলছে ইউরো ২০২৪ এর লড়াইও। কোপায় যে দিন শেষ চারের লাইন আপ ঠিক হয়েছে, ইউরোর সব কোয়ার্টার ফাইনালও একই দিনে শেষ হয়েছে। ফলে লাইন আপ মিলে গেছে ইউরোর শেষ চারেরও।
প্রথম কোয়ার্টার ফাইনালে গত শুক্রবার রাতে স্পেন ২-১ গোলে হারায় স্বাগতিক জার্মানিকে। এরপর সে রাতে পর্তুগাল বিদায় নেয় ফ্রান্সের কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরে। প্রথম সেমিফাইনালে এই দুই দল মুখোমুখি হবে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে গত রাতে ইংল্যান্ড পেনাল্টি শ্যুটআউটে ৫-৩ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ডকে। চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়েছে তুরস্ককে। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে এই নেদারল্যান্ডসের বিপক্ষে।
প্রথম সেমিফাইনালে স্পেন আর ফ্রান্স মুখোমুখি হবে আগামী ১০ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটা।
দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই মুখোমুখি হবে ইংল্যান্ড আর নেদারল্যান্ডস। সে ম্যাচটাও হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রতিযোগিতার ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সে ম্যাচ।
এক নজরে ইউরো ২০২৪ এর সেমিফাইনাল আর ফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল
স্পেন-ফ্রান্স
১০ জুলাই, রাত ১টা
দ্বিতীয় সেমিফাইনাল
ইংল্যান্ড-নেদারল্যান্ডস
১১ জুলাই, রাত ১টা
ফাইনাল
১৫ জুলাই, রাত ১টা