আম্বানির বিয়ের অনুষ্ঠানে ধোনির জন্মদিন পালন, ছিলেন সালমান খানও 

আম্বানির বিয়ের অনুষ্ঠানে ধোনির জন্মদিন পালন, ছিলেন সালমান খানও 

ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের নামটা বলতে গেলে সবার ওপরেই আসবে মহেন্দ্র সিং ধোনির নাম। সেটা তর্কসাপেক্ষেই হোক আর পরিসংখ্যান ঘেঁটেই হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি, ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এবং চ্যাম্পিয়নস ট্রফি, অধিনায়ক হিসেবে আইসিসির এই তিন ঘরনার শিরোপা ধোনি ছাড়া বিশ্বের আর কারো নামের পাশেই নেই। ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই কিংবদন্তি আজ (রোববার, ৭ জুলাই) ৪৩ বছর পূর্ণ করলেন। 

নিজের ৪৩তম জন্মদিনের প্রারম্ভ মুহূর্তে ধোনি ছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে। অনন্ত আম্বানি ও রাধিকার মার্চেন্টের সেই বিয়ের অনুষ্ঠানেই মধ্যরাতে জন্মদিনের কেক কাটেন ধোনি। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের মহাতারকা সালমান খানও। সেখানে কেক কাটার পর স্ত্রী সাক্ষী ধোনির পর সালমানকেও নিজ হাতে কেক খাইয়ে দেন ধোনি। যেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটি দুনিয়ায়। 

এদিকে নিজের ইন্ট্রাগ্রাম পোস্টেও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সালমান। কেক কাটার সেই মুহূর্তের ছবি পোস্ট করে সেখানে বলিউদেড় ভাইজান খ্যাত এই তারকা লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্যাপ্টেন সাহেব।’ 

বছর পাঁচেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটটা ছেড়েছেন ধোনি। ২২ গজে তার এখন দেখা মেলে কেবল আইপিএলে। যদিও পরের আসরের তাকে মাঠে দেখা যাবে কি-না এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। 

কেবল আন্তর্জাতিক ক্রিকেটই নয় ধোনির নেতৃত্ব বেশ সমাদৃত ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও। তার নেতৃত্বেই আইপিএলে চেন্নাই সুপার কিংস জিতেছে রেকর্ড পাঁচটি শিরোপা। যদিও চেন্নাইয়ের দায়িত্বে নতুন কাউকে সুযোগ দিতে সবশেষ আসরেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি। 

সম্পর্কিত খবর