চিকিৎসার জন্য নাফিসের থাইল্যান্ড যাত্রা
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল নাফিস ইকবালের। তার পর তার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল।
যদিও ঝুঁকিটা একেবারে শেষ হয়ে যায়নি। সেটা এড়াতে এবার তাকে নিয়ে যাওয়া হলো থাইল্যান্ডে। আজ রোববার দুপুর ১২টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংককে।
ব্যাংকক যাত্রায় তার সঙ্গী হয়েছেন তার মা ও স্ত্রী। ভাই তামিম ইকবালও ভিসা হলেই যোগ দেবেন তাদের সঙ্গে।
ব্যাংককের বামরুন গ্রান্দ হাসপাতালে তার চিকিৎসা চলবে বলে স্পোর্টস বাংলাকে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
গত শুক্রবার ভোরে অসুস্থতার কারণে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে সিটি স্ক্যানে ধরা পড়ে ব্রেইন স্ট্রোক হয়েছে তার।
সঙ্গে সঙ্গে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয় এয়ার অ্যাম্বুলেন্সে করে। এখানেও এমআরআইয়ের ফলাফলে দেখা যায় মাইনর স্ট্রোক হয়েছিল তার।
তার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে তার। তবে একেবারে ঝুঁকিমুক্ত হননি তিনি। সে কারণেই এবার তাকে নিয়ে যাওয়া হলো ব্যাংককে।