সমর্থকদের ধন্যবাদ জানিয়ে যা বললেন রোনালদো
কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুক্রবার রাতে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে ইউরোর এবারের আসর থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। শিরোপা পুনরুদ্ধার ও তাদের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ ইউরোর আসর শেষ হলো কোয়ার্টার ফাইনালের। স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পরই রোনালদো নিজে নিশ্চিত করেছিলেন, এটি ইউরোতে তার শেষবারের অংশগ্রহণ।
তবে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি কি আন্তর্জাতিক ক্যারিয়ারে রোনালদো শেষ ম্যাচ ছিল কি-না তা নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা। ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ জানিয়েছিলেন, রোনালদোর অবসর নিয়ে ব্যক্তিগত পর্যায়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ম্যাচ শেষের রোনালদোর থেকেও মিলেছিল না আভাস। তবে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে অবশেষে মুখ খুললেন সিআরসেভেন। যদিও সেটি তার অবসর প্রসঙ্গে না। জানিয়েছেন ইউরো থেকে বিদায়ের পর তার অনুভূতি এবং ধন্যবাদ জানিয়েছেন নিজ দেশের সমর্থকদের।
বল দখল-মাঠের আধিপত্য সবেই ফ্রান্সের বিপক্ষে পুরো ম্যাচে পর্তুগিজরা এগিয়ে থাকলেও গোলশূন্য ড্রয়ে শেষ হয় মূল ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও। তবে টাইব্রেকারে জোয়াও ফেলিক্সের সেই মিসই হয়ে থাকল কাল হয়ে। এমন হাতে খুব একটা হতাশা প্রকাশ না করলেও, রোনালদোর মতে, তারা এখানেই থামতে চেয়েছিলেন না।
নিজের ফেইসবুক অ্যাকাউন্টের এক পোস্টে রোনালদো বলেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য।’
এদিকে পোস্টটিতে দলের ভালো ও খারাপ উভয় সময়েই পর্তুগাল মানুষকে পাশে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রোনালদো।
ইউরোর এবারের আসরটা মোটেও ভালো কাটেনি রোনালদোর। পাঁচ ম্যাচের একটিও তিনি পাননি গোলের দেখা। এতেই এই প্রথম বৈশ্বিক বা মহাদেশীয় কোনো টুর্নামেন্টে কোনো গোল না করেই আসর শেষ করলেন পর্তুগিজদের এই তারকা ফরোয়ার্ড।