লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়া 

লঙ্কানদের অন্তর্বর্তীকালীন কোচ জয়াসুরিয়া 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে ব্যর্থতার মিশন শেষে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। সঙ্গে পদত্যাগ করেন পরামর্শক মহেলা জয়াবর্ধনেও। সিলভারউডের উত্তরসূরি হিসেবে দলে কাউকে আনতে কিছুটা সময় চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এতেই লঙ্কানদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন দেশটির সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া। 

ম্যাথিউস-মেন্ডিসদের কোচ হওয়ার আগে দুই দফায় লঙ্কান দলের প্রধান নির্বাচকদের দায়িত্বে ছিলেন জয়াসুরিয়া। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরে পরামর্শকের দায়িত্বেও ছিলেন ৫৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। 

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে প্রথম পর্বে তালিকার নয়ে থেকে শেষ করায় ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়েছে শ্রীলঙ্কা। পরে বছর ঘুরতেই টি-টোয়েন্টি বিশ্বকাপেও পুরোদস্তুর ব্যর্থ তারা। গ্রুপপর্বেই চার ম্যাচের তিনটিতে হেরে নিয়েছে বিদায়। আর সেই টানা ব্যর্থতার সূত্র ধরে দায়িত্বটাও ছাড়েন সিলভারউড। 

নতুন কাউকে পূর্ণকালীন দেওয়ার কাজটা তাড়াহুড়োতে করতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড। এতেই আসছে ভারত ও ইংল্যান্ড সিরিজের জন্য আপাতত জয়াসুরিয়ার হাতে দায়িত্ব দিল এসএলসি। 

চলতি মাসেই ভারতকে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজের আতিথ্যেয়তা দেবে শ্রীলঙ্কা। যেটি আগামী ২৭ জুলাই শুরু হবে চলবে ৭ আগস্ট পর্যন্ত। পরে লঙ্কানরা ইংল্যান্ডে উড়ে যাবে তিন টেস্টের সিরিজ খেলতে।

সম্পর্কিত খবর