ব্রাজিলের মূল লক্ষ্য এখন ‘বিশ্বকাপ’

ব্রাজিলের মূল লক্ষ্য এখন ‘বিশ্বকাপ’

আরও একবার টাইব্রেকারে শিরোপার স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল নেইমাররা। বছর দুয়েক পর কোপার এবারেও আসরেও অনেকটা একই স্মৃতি ফিরল সেলেসাওদের জন্য। আজ (রোববার) সকালে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে সেই টাইব্রেকারে (৪-২) হেরেই কোপা থেকে বিদায় নিল ব্রাজিল। 

পরপর দুটি টুর্নামেন্টে এমন বিদায় নিশ্চিতভাবেই বেশ হতাশ করেছে দলের ফুটবলারদের। টাইব্রেকারে হারের পর মার্কিনিয়োস-মার্তিনেল্লিদের চোখে-মুখের হতাশাই যেন বলে দিচ্ছিল, এমন হার কতটা বেদনার। সদ্যই সেলেসাওদের দায়িত্ব নেওয়া দরিভাল জুনিয়রের জন্য বিষয়টি আলাদা নয়। তবে কোপার বিদায়ের পর তার চিন্তায় এখন কেবল পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়ায়। 

২০২২ বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলের শীর্ষে থেকে বিশ্বকাপে খেলেছিল ব্রাজিল। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা পুরোই হয়েছে ছন্নছাড়া। এখন পর্যন্ত ৬ ম্যাচে কেবল দুটিতে জিতেছে সেলেসাওরা। এতে ৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। তাই তো দরিভালের নজর এখন বিশ্বকাপের বাছাইপর্বটা উতরে যাওয়া। 

উরুগুয়ের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত মূল লক্ষ্য পরের বিশ্বকাপে (২০২৬) জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা।’

ব্রাজিলের কোচ হয়ে আসার পর এখন পর্যন্ত আটটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন দরিভাল। যার মধ্যে চারটি এই কপাতে, বাকি চারটি প্রীতি ম্যাচ। এতেই দলকে গুছিয়ে নিতে বেশ একটা সময় পাননি ৬২ বছর বয়সী এই কোচ। ‘এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার কিংবা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে।’ 

সেই ২০২২ বিশ্বকাপের বিদায় থেকেই সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। তবে দরিভালের বিশ্বাস এমন অবস্থা থেকে তারা দ্রুতই ঘুরে দাঁড়াবে। ‘আমার ধারণা, আমরাও এরকম কিছু অর্জন করতে পারব, এটা নিয়ে কোনো সংশয়ই নেই। তবে সেসব শুভ শোধরানোর জন্য কিছুটা সময় আমাদের প্রয়োজন।’

বিশ্বকাপ বাছাইয়ে পরবর্তী ম্যাচের জন্য ব্রাজিল সময় পাবে পুরো দুই মাস। ততদিনে হয়তো ফিট হয়ে উঠবেন নেইমার। এতেই এখন এটি দেখার পালা সময় নিয়ে দলকে কতটুকু এগিয়ে নিতে পারেন দরিভাল। আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে খেলবে সেলেসাওরা। 

সম্পর্কিত খবর