‘অভিষেক’ সিরিজেই অভিষেকের সেঞ্চুরি, ভারতের ২৩৪ রানের বিশাল সংগ্রহ
চলতি বছরের আইপিএলে ব্যাটিং হাতে দারুণ ছন্দে ছিলেন অভিষেক শর্মা। ওপেনিংয়ে নামা তার ঝোড়ো একেকটি ইনিংস দেখে সবাই তো তাকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেই দেখছিলেন। তবে সেখানে জায়গা না হলেও জাতীয় দলে অভিষেকে খুব একটা দেরী হলো না অভিষেক শর্মা। টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন তকমা নিয়ে বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজ দিয়েই শুরু হলো আন্তর্জাতিক ক্রিকেটে তার যাত্রা। তবে টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচটা ভুলে যেতে চাইবেন এই বাঁহাতি ব্যাটার। কেননা গতকাল (শনিবার) সিরিজের প্রথম ম্যাচে ফিরেছেন খালি হাতেই। তবে তার অভিষেক সিরিজটা শুরু হতে চলেছে স্মরণীয়। ঘুরে দাঁড়ানোর ম্যাচেই করে বসলেন সেঞ্চুরি। আর এতেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩৪ রানের বিশাল সংগ্রহ পেল ভারত।
আগের ম্যাচেই সদ্য চ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে নেমে বড় লজ্জার মুখে পড়ে ভারত। জিম্বাবুয়ের দেওয়া কেবল ১১৬ রানের লক্ষ্য তাড়া করে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় শুভমান গিলের দলটি। তবে সিরিজে ফেরার ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াল বিশ্বচ্যাম্পিয়নরা। স্বাগতিকদের সামনে দাঁড় করাল ২৩৫ রানের পাহাড় সমান চ্যালেঞ্জ।
এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় প্রথম সেঞ্চুরি তোলেন অভিষেক। অবশ্য এরপরের বলেই ফিরেছেন সাজঘরে।
হারারেতে সিরিজের দ্বিতীয় এই ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। সেখানে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় ১০ রানের মাথাতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গিল। তবে দ্বিতীয় উইকেটে অভিষেক ও রুতুরাজের জুটিতে সেই চাপ যেন টেরই পেল না ভারত। সেখানে ১৩৭ রানের দারুণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার। ১৪তম ওভারে শেষ বলেই দলীয় ১৪৭ রানের মাথায় সেঞ্চুরি তুলেই সাজঘরে পথে হাঁটেন অভিষেক।
তবে রুতুরাজ টিকে ছিলেন একদম শেষ পর্যন্ত। ৪৭ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটার। এদিকে স্রেফ ২২ বলে ৪৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন রিংকু সিং।