অভিষেকের তাণ্ডবে ঘুরে দাঁড়াল ভারত
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গতকাল (শনিবার) জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ রানে হেরে লজ্জার মুখে পড়েছিল সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নেওয়া ভারত। আজ (রবিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে যেন একচেটিয়া দাপট দেখিয়ে ফর্মে ফেরত আসল শুবমান গিলের দল। স্বাগতিকদের + রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা।
এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক গিল। আগের ম্যাচে দলের হাল ধরা গিল আজ ফিরেছেন মাত্র ২ রানেই। তবে গতকাল শূন্য রানে সাজঘরে ফেরা অভিষেক শর্মা যেন আজ নিজের হারানো ফর্ম খুঁজে পেলেন। সবশেষ আইপিএলে হায়দরাবাদের হয়ে যেভাবে বোলারদের নাস্তানাবুদ করেছেন, আজ ঠিক তারই রিপ্লে যেন দেখতে পেল ক্রিকেটবিশ্ব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতকটি তুলে নিলেন অভিষেক। ৪৭ বলে ১০০ রান থাকাকালীন তিনি আউট হন। তার এই দুর্দান্ত ইনিংসে ছিল আটটি ছক্কা এবং সাতটি চারের মার। অভিষেকের পর রুতুরাজ ও রিংকুর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২৩৪ রানের পাহাড়সম রান স্কোরবোর্ডে জমা করে ভারত।
জবাবে ব্যাট হাতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক দলের ব্যাটাররা। প্রথম চার ওভারেই সাজঘরের পথ ধরেন দলের চারজন টপ অর্ডার ব্যাটার। মিডল অর্ডাররাও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি ভারতের বোলিং তোপের মুখে। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৩৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ১০০ রানের বিশাল জয় তুলে নিয়ে সিরিজ ১-১ সমতায় আনে ভারত।
সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫ টায়।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ২০ ওভারে ২৩৪/২; অভিষেক ১০০, রুতুরাজ ৭৭*; মুজারাবানি ১-৩০, মাসাকাদজা ১-২৯
জিম্বাবুয়েঃ ১৮.৪ ওভারে ১৩৪; মাধেভেরে ৪৩, লুক ৩৩; আবেশ ৩-১৫, মুকেশ ৩-৩৭
ফলাফলঃ ভারত ১০০ রানে জয়ী
ম্যাচসেরাঃ অভিষেক শর্মা