‘রাজত্ব’ থাকবে আর্জেন্টিনার, নাকি ইতিহাস গড়বে কানাডা 

‘রাজত্ব’ থাকবে আর্জেন্টিনার, নাকি ইতিহাস গড়বে কানাডা 

 

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব ফুটবলের রাজত্ব হাতে নিয়েছিল আর্জেন্টিনা। তবে কোপায় তাদের রাজত্ব শুরু হয়েছে আরও আগ থেকেই। ২০২১ আসরে আলবিসেলস্তেরা ছিল অপরাজিত চ্যাম্পিয়ন। এদিকে এই আসরেও সবগুলো ম্যাচ জিতে মেসি-ডি মারিয়ারা উঠেছে সেমি-ফাইনালে। শিরোপা ধরে রাখার মিশনটা সফল করতে তাই আর দুই ধাপ দূরে লিওনেল স্কালোনির দলটি। 

বুধবার কোপার এবারের আসরের প্রথম সেমিতে কানাডার বিপক্ষে লড়বে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। 

এ নিয়ে কোপায় টানা পাঁচ আসরেই সেমিতে উঠল আর্জেন্টিনা। যার মধ্যে কেবল ২০১৯ আসর বাদে বাকি তিনটিতেই তারা পৌঁছেছে ফাইনালে। এতেই আলবিসেলেস্তে নজর সেই রাজত্ব বজায় রাখাতেই। এদিকে কোপার এবারের আসর দিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে এসেই সেমিতে পৌঁছেছে কানাডা। তাদের সামনে তাই অপেক্ষা করছে ইতিহাস। সেমিতে মেসিদের থামাতে পারলেও টুর্নামেন্টে ইতিহাসে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে ওঠা প্রথম দল হয়ে যাবে কানাডা। তবে আর্জেন্টাইন আক্রমণের দাপটের সামনে জয়ের যাত্রা কি ধরে রাখতে পারবে উত্তর আমেরিকার দলটি? 

কোপায় এবারের আসরে আক্রমণে এক অন্য মাত্রা দেখাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামলেও তাদের আক্রমণভাগে কেন্দ্রে থাকেন লিওনেল মেসি। তবে চলতি আসরে খুব একটা ছন্দে নেই তিনি। তবে লাওতারো মার্তিনেজ ও মাক আলিস্টারের নতুন আক্রমণভাগের জুটি চমক দেখিয়েই চলেছে। মেসি এখন পর্যন্ত আসরে করেননি কোনো গোল। অ্যাসিস্ট করেছেন কেবল একটি। তবে মাক আলিস্টার এখন পর্যন্ত অ্যাসিস্ট করে ফেলেছেন দুটি, এদিকে লাওতারো গোল করেছেন চারটি। তবে কি আলবিসেলেস্তেরা এগোচ্ছে নতুন আক্রমণকে ঘিরে। 

মেসির বয়সটা যাচ্ছে বুড়োর কাতারে। হয়তো খেলবেন আর কিছুদিন। আর এতেই আক্রমণভাগের স্পট-লাইট মেসির থেকে সরে স্থায়ীভাবে অন্য দিকে সরে যাওয়াটা আর্জেন্টাইনদের জন্য সুসংবাদই বটে। ২০২১ কোপা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ জিতে বৈশ্বিক ও মহাদেশীয় দুই অঙ্গনেই রাজত্ব কেবল আর্জেন্টিনার, সেখানে ভবিষ্যতের জন্য লাওতারো-আলিস্টারদের এমন ছন্দ বেশ আশাজাগানিয়া। 

এদিকে কানাডা কি পারবে অঘটন ঘটাতে? গ্রুপপর্বে এই আর্জেন্টিনার কাছেই ২-০ ব্যবধানে হেরে আসর শুরু করেছিল তারা। পরে একটি ড্র ও একটি জয় নিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। পরে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে উঠে যায় সেমিতে। সেখানে এবার অপেক্ষা করেছে সেই পুরনো ধাক্কা। তবে সেটি ছাপাতে পারলেই যে ইতিহাসে নাম লিখিয়ে ফেলবে কানাডা। 

সম্পর্কিত খবর