বিশ্বকাপ জিতে দ্রাবিড়-রোহিতরা পেলেন ৫ কোটি রুপি, বাকিরা পাচ্ছেন কত?
ভারতে এখনও বইছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনন্দের। এদিকে আইসিসির কোনো ইভেন্টে ১৩ বছরের শিরোপা খরা কাটানোয় বিশাল অর্থ পুরষ্কার পেতে চলেছে রোহিত-কোহলিরা। বিশ্বকাপ জয়ের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের জন্য ১২৫ কোটি রুপি পুরষ্কার ঘোষণা করেছিল। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, এবার চূড়ান্ত হলো কে পাচ্ছেন পুরস্কারের কতটুকু।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, দলের মূল ১৫ জন ক্রিকেটার সবাই পাবেন ৫ কোটি রুপি করে। সঙ্গে রোহিত-কোহলিদের কোচ রাহুল দ্রাবিড়ও পুরস্কিত হবেন ৫ কোটি রুপিতে।
পুরষ্কার মোট ১২৫ কোটি রুপির একটি করে অংশ পাবেন বিশ্বকাপের ভারত দলের মোট ৪২জন সদস্যই। দ্রাবিড় বাদে বাকি কোচিং স্টাফরা পাবেন সমান আড়াই কোটি রুপি করে। তিনজন ফিজিও, তিনজন থ্রোডাউন স্পেশালিস্ট, দুজন মালিশকারী এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, এদের সবাই পাবেন ২ কোটি রুপি করে। বাকি ১ কোটি রুপি করে পাবেন রিভার্ভে থাকা ক্রিকেটাররা এবং দলের নির্বাচক প্যানেলের সদস্যরা।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সবাইকে পুরস্কারের পরিমাণ জানিয়ে দেওয়া হয়েছে। তাদের ইনভয়েস (চালান) জমা দিতেও বলা হয়েছে।
এ নিয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও সমান দুটি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতল ভারত। যার মধ্যে এবারই সবচেয়ে বেশি অর্থ পুরষ্কার পাচ্ছে ভারতের দল।
এর আগে ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলের প্রত্যেক ক্রিকেটারকে ১ কোটি রুপি করে দিয়েছিল বিসিসিআই। কোচিং স্টাফদের পুরষ্কার সরূপ দেওয়া হয়েছিল ৩০ লাখ রুপি করে। ২০১১ সালেও ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ঘরের মাটিতে সেই শিরোপার জয়ের পর দলের খেলোয়াড়েরা পেয়েছিলেন ২ কোটি, সাপোর্ট স্টাফরা ৫০ লাখ এবং নির্বাচক প্যানেলের সদস্যরা পেয়েছিলেন ২৫ লাখ রুপি করে।