চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা কবে, কখন?
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানের মাটিতে। আইসিসি এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি। তবে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তার আগেই সূচি ফাঁস করে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে দুটো ভেন্যুতে।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। তবে তার ঠিক আগের দিন শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই আসর। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে ম্যাচটা।
এরপর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। লাহোরে হবে ম্যাচটা। নাজমুল হোসেন শান্তর দল আরও একটা ভেন্যুতে খেলবে তাদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে।
লাহোর থেকে ৩৭০ কিলোমিটার দূরে থাকা রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচটা খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি সেখানে পাকিস্তানের বিপক্ষে হবে শান্তদের ম্যাচটা। এরপর আবারও দল ফিরবে লাহোরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারিতে হবে ম্যাচটা। এই ম্যাচ দিয়েই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।
এরপর সেমিফাইনাল হবে ৫ ও ৬ মার্চ। ৯ মার্চ হবে ফাইনাল। ম্যাচটা হবে লাহোরে।
একনজরে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচের সূচি-
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত - লাহোর
২৪ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ - রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড - লাহোর