এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস
পাকিস্তানে আগামী বছরের শুরুতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এবারের আসরের সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড গত ৩ জুলাই একটি খসড়া সূচি আইসিসির কাছে জমা দিয়েছে। সেটাই আজ ফাঁস করেছে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।
সে সূচি জানাচ্ছে, ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষ হবে ৯ মার্চ।
সে সূচি দেখে নিন এক নজরে-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৯ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম ভারত | লাহোর |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | করাচি |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম ভারত | লাহোর |
২৪ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম বাংলাদেশ | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম ইংল্যান্ড | লাহোর |
২৬ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | লাহোর |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | রাওয়ালপিন্ডি |
১ মার্চ | নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | লাহোর |
২ মার্চ | দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড | রাওয়ালপিন্ডি |
৫ মার্চ | সেমিফাইনাল | করাচি |
৬ মার্চ | সেমিফাইনাল | রাওয়ালপিন্ডি |
৯ মার্চ | ফাইনাল | লাহোর |