সার্ভিসেস কাবাডি লিগে ডিএমপি ও সেনাবাহিনীর জয়
সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে আজ সোমবার জয় পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ সেনাবাহিনী। কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ডিএমপি হারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। দ্বিতীয় খেলায় বাংলাদেশ সেনাবাহিনী হারায় বাংলাদেশ বিমান বাহিনীকে।
দিনের শুরুতে ডিএমপি শুরু থেকেই ফায়ার সার্ভিসের ওপর ছড়ি ঘুরিয়েছে। প্রথমার্ধ শেষেই এগিয়ে ছিল ২৩-১৮ পয়েন্ট ব্যবধানে। শেষমেশ ডিএমপি ২টি লোনাসহ ম্যাচটি ৪৫-২৯ পয়েন্ট ব্যবধান জেতে।
দিনের দ্বিতীয় খেলায় ম্যাটে নামে বাংলাদেশ সেনাবাহিনী। যাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ বিমান বাহিনী। খেলার প্রথমার্ধে ১২-০৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল সেনাবাহিনী। তবে দ্বিতীয়ার্ধে লড়াই জমে ওঠে। শেষমেশ রোমাঞ্চকর ম্যাচটি ৩৮-৩৭ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে আনন্দে মাঠে ছাড়েন সেনাবাহিনীর খেলোয়াড়রা।
এবারের সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে ৮ দল খেলছে। দলগুলো হলো– বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।