বাভুমা আবারও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

বাভুমা আবারও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

টেম্বা বাভুমার কাঁধে আবারও গেল প্রোটিয়াদের টেস্ট দলের অধিনায়কত্ব। এ বছর প্রথম বারের মত বাভুমা  দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে যাচ্ছেন। 

আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার লাল বলের কোচ শুকরি কনরাড দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে ১৬ জনের দল ঘোষণা করেছেন।

টেম্বা বাভুমা সবশেষ টেস্টটা খেলেছিলেন ভারতের বিপক্ষে। প্রথম টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে পরেন বাভুমা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজ মিস করেন তিনি। সেবার প্রোটিয়ারা হেরে বসে দুই ম্যাচেই। সেবার দলও ছিল খর্বশক্তির। খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে স্থায়ী ভাবে চুক্তিবদ্ধ থাকার কারণেই সেবার নিউজিল্যান্ডে বিপক্ষে টেস্ট সিরিজে শীর্ষ মানের খেলোয়াড়দের পায়নি প্রোটিয়ারা। যার খেসারত দিতে হয় টেস্ট সিরিজ হেরে।

এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন কিছুর পুনরাবৃত্তি ঘটছে। প্রোটিয়াদের বেশিরভাগ তারকা ক্রিকেটার এবারও ব্যস্ত থাকবেন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে। 

তবে প্রোটিয়াদের কোচ অবশ্য বিষয়টাকে ইতিবাচক ভাবে দেখতে চাইছেন। প্রোটিয়াদের কোচ শুকরি তার দলের খারাপ ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে জানান, ২০২৩ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ভারত সফরে দল গুছিয়ে নেওয়ার সময় খুব একটা পাননি। তবে এবার এই প্রোটিয়া কোচ আশাবাদী, তারা এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল গুছিয়ে নিতে যথেষ্ট সময় পাবে। যা তাদের জন্য পর্যাপ্ত বলে উল্লেখ করেছেন এই কোচ।

উইন্ডিজ সফরের জন্য দক্ষিণ আফ্রিকা দল–
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথিউ ব্রেটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোটজিয়া, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ায়ান মুলদার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিড্ট, কাগিসো রাবাদা, রায়ান রকিটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন।

সম্পর্কিত খবর