সেমিফাইনালে যে একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

সেমিফাইনালে যে একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, সম্ভাব্য সেরা একাদশটা নিয়েই মাঠে নামছে তার দল।
কোয়ার্টার ফাইনালে দলের মাঝমাঠ রীতিমতো অস্তিত্বহীনই হয়ে পড়েছিল ইকুয়েডরের হাইপ্রেসের সামনে। ওদিকে আক্রমণভাগেও লাওতারো মার্তিনেজ তেমন আলো ছড়াতে পারেননি। যার ফলে এই দুই জায়গায় পরিবর্তন আনার আভাস মিলছিল।
এবার টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, পরিবর্তনটা ওই দুই জায়গাতেই আসছে। আগের ম্যাচে ৪-৪-২ ছকে খেলেছিল আকাশী সাদারা। সেমিফাইনালে সেখানেও পরিবর্তন আসছে। কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কাল খেলবে ৪-৩-৩ ছকে।
এই ম্যাচের আগে কোচ স্কালোনি জানিয়েছিলেন, বলের দখল ধরে রেখে প্রতিপক্ষকে তাদের খেলাটা থেকে দূরে রাখতে চান। আর তাই মাঝমাঠে এমন একজনকে আনছেন স্কালোনি, যিনি বলের দখল রাখতে ওস্তাদ। জিওভানি লো চেলসো ফিরবেন একাদশে। তাকে আজ অনুশীলনেও বাজিয়ে দেখেছে দলটা।
ওদিকে কোপা আমেরিকার গোল্ডেন বুটের দাবিদার লাওতারো মার্তিনেজের ওপর কালকের ম্যাচে শুরুর একাদশে রাখার ভরসাটা রাখতে পারছেন না স্কালোনি। তার জায়গায় আসছেন হুলিয়ান আলভারেজ। সঙ্গে লিওনেল মেসি আর আনহেল দি মারিয়াকে নিয়ে গড়া হবে আর্জেন্টিনার আক্রমণভাগ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
মার্তিনেজ
মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো
দি পল, ম্যাক অ্যালিস্টার, লো চেলসো
মেসি, আলভারেজ, দি মারিয়া

সম্পর্কিত খবর