টেস্ট খেলুড়ে দল ৬-৭ এ কমিয়ে আনার পরামর্শ
দুই স্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট পদ্ধতির পরামর্শ বহু বছর ধরেই পেয়ে আসছে আইসিসি। আবারও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে এই পরামর্শ দিলেন সাবেক ভারতীয় কোচ ও খেলোয়াড় রবি শাস্ত্রী। জানালেন টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে ৬-৭টা দলে নামিয়ে আনতে হবে এই ফরম্যাটের খেলাগুলোকে।
গত রোববার এমসিসির এক সভায় এ কথা বলেছেন তিনি। তার অভিমত, সব দেশের খেলোয়াড়ই এখন ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে। টেস্ট ক্রিকেটটা তাই ‘বাঁচিয়ে রেখেছে’ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল। সে কারণে লাল বলের ক্রিকেটটাকে তাদের মধ্যেই সীমাবদ্ধ করে রাখা হোক, চান শাস্ত্রী।
তাহলে ক্রিকেটের বিশ্বায়ন হবে কী করে? সে জবাবও আছে শাস্ত্রীর কাছে। বিশ্বায়নের দায়িত্বটা টি-টোয়েন্টির কাঁধে দিতে চান তিনি।
তার কথা, ‘আপনার ১২ টি টেস্ট খেলুড়ে দল আছে। সংখ্যাটা আপনি ৬-৭ তে মানিয়ে আনুন। টেস্ট ক্রিকেটের আগ্রহ ধরে রাখতে চাইলে সেরা ছয় দলকে খেলতে দিন। আর টি-টোয়েন্টির মতো ফরম্যাটকে আপনি বিশ্ব জুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে ব্যবহার করুন।‘