‘ভালো দিন অপেক্ষা করছে ব্রাজিলের জন্য’

‘ভালো দিন অপেক্ষা করছে ব্রাজিলের জন্য’

কোপা আমেরিকার চলতি আসর থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম জুড়েই তাদের নিয়ে হচ্ছে নানা সমালোচনা, নানারকম ট্রল। ব্রাজিলের পুরোনো সেই রূপা হারিয়ে গেছে, তাদের দ্বারা আর ভালো কিছু করা সম্ভব না, এমনটাও বলছে ক্ষুব্ধ সমর্থকরা।

এমন দুঃসময়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন নিয়েছে ভিন্নধর্মী এক উদ্যোগ। ব্রাজিল ফুটবলের ওয়েবসাইটে তারা একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দলকে এবং ব্রাজিল দলের সমর্থকদের নতুন করে প্রেরণ দেওয়া হয়েছে। তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে এমনটাই বিশ্বাস করতে বলা হয়েছে তাদের।

ব্রাজিল ফুটবল ইতিহাসের গৌরবময় স্মৃতি এবং অধ্যায়গুলো একত্র করে ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও চলাকালীন একটি পুরুষ কন্ঠে ধারাবিবরণীও শুনতে পাওয়া যায়। যেখানে বিভিন্ন আশার বাণী বলা হয়েছে।

ধারাবিবরণীতে বলতে শোনা যায়, ‘এটাই প্রথম নয় যে তারা (প্রতিপক্ষের সমর্থকরা) আমাদের শেষ ঘোষণা করেছে। কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমরা আবার জিতব। আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল, কিন্তু পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ। আমরা যতবার জিতেছি, তার চেয়ে বেশিবার হেরেছি। পরিসংখ্যান তাই বলে, আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি ১৭টি।’

সামনে ভালো দিন অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। এই আশা জাগিয়ে সেখানে বলা হয়, ‘কিভাবে জেগে উঠতে হয় তা ব্রাজিলিয়ানদের চেয়ে ভালো আর কেউ জানে না। ব্রাজিলের আছে তিনটি এস (S)- সুপারাসাও (প্রত্যাবর্তন), সানগে (রক্ত) ও সুয়োর (ঘাম)। যত দিন ফুটবল থাকবে, আমরা ততদিন খেলাটিতে থাকব। মনে রেখো, এটাই ব্রাজিল। আমরা আজ হারছি, কিন্তু আগামীকাল ট্রফি আমাদের।’

ঘুরে দাঁড়াবে প্রিয় দল, ঘুরে দাঁড়াবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন আশাতেই বুক বেঁধে আছেন বিশ্বজুড়ে ব্রাজিলের লক্ষ-কোটি ফুটবলপ্রেমীরা।

সম্পর্কিত খবর