আইসিসির মাসসেরা জসপ্রিত বুমরাহ

আইসিসির মাসসেরা জসপ্রিত বুমরাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্যের গল্প লিখেছেন তিনি। বল হাতে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। তার পথ ধরে হয়েছেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। এইপারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূলত আইসিসি প্রকাশ করেছিল জুন মাসের সেরা তিনজন ক্রিকেটারের নাম। যাদের মধ্যে চ্যাম্পিয়ন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ ছিলেন। সঙ্গে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। দুইজনকে টপকে জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হলেন বুমরাহ।

যখনই ভারত সমস্যায় পড়েছে, তখনই অধিনায়ক রোহিতের হাতে সেরা বোলার হিসেবে ছিলেন বুমরাহ। তিনি নতুন বলে অপ্রতিরোধ্য ডেলিভারি করেছেন, মাঝের ওভারে পার্টনারশিপ ভেঙেছেন এবং ডেথ ওভারে নির্ভুল ইয়র্কার ও স্লোয়ার কাটার বোলিং করেছেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে রীতিমত একচেটিয়া দাপট দেখিয়েছেন বুমরাহ। পাওয়ার-প্লেতে হোক কিংবা ডেথ ওভারে, প্রতি ম্যাচেই বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই মাসসেরা খেলোয়াড় হিসেবে তাকেই বেশিরভাগ সমর্থকরা ধরে নিয়েছিলেন।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫টি উইকেট শিকার করেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। ম্যাচপ্রতি মাত্র ৮.২৬ করে রান খরচ করেছেন তিনি, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই সেরা বলা চলে। ওভারপ্রতি মাত্র ৪.১৭ রান করে হজম করেছেন তিনি। মাসসেরা হওয়ার দৌড়ে তাই এগিয়েই ছিলেন এই ৩০ বছর বয়সী পেসার।

সাদা বলের এই ফরম্যাটে এখন পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন মোট ৭০টি ম্যাচে মাঠে নেমেছেন বুমরাহ। যেখানে উইকেট তুলে নিয়েছেন ৮৯টি।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত হয় মাসসেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট থাকে শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট ১০ ভাগ।

সম্পর্কিত খবর