বিশাল অঙ্কের অর্থ দাবি-আটকে গেল গম্ভীরের চুক্তি!

বিশাল অঙ্কের অর্থ দাবি-আটকে গেল গম্ভীরের চুক্তি!

ভারতীয় ক্রিকেট পা রাখতে যাচ্ছে নতুন অধ্যায়ে। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জিতিয়েই বিদায় বলেছেন। বাড়ান নি চুক্তির মেয়াদ! তাইতো তার জায়গায় যোগ্য একজনকে পেতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। চুক্তির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই তৈরি হলো জটিলতা! নতুন হেড কোচের নাম ঘোষণা করতে পারছে না বোর্ড!

গৌতম গম্ভীরের সঙ্গে সমঝোতা হচ্ছে না বিসিসিআইয়ের। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর-বিশাল অঙ্কের অর্থ দাবি করছেন গম্ভীর। আর সেটাই মানতে নারাজ বোর্ড। তাইতো আটকে আছে ভারতের নতুন কোচ হিসাবে গম্ভীরের নাম ঘোষণাটা।

এরইমধ্যে বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছিলেন, আগামী শ্রীলঙ্কা সিরিজেই দ্রাবিড়ের জায়গায় কোচ খুঁজে নেবে বোর্ড। কিন্তু সেটি নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। আপাতত হেড কোচের দৌড়ে গৌতম গম্ভীরের পাশাপাশি আছেন ডব্লিউভি রমন। জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। সেটি হলো না!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সফরে শুবমান গিলদের সঙ্গে কোচ হিসাবে গিলেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। সামনেই লঙ্কা সফর, সেখানে হেড কোচকেই পাঠাতে চায় বোর্ড। আগামী ২৭ জুলাই থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা সিরিজ। এ অবস্থায় গম্ভীরের সঙ্গে বেতন নিয়ে দর কষাকষি চলছে। গম্ভীর যে অর্থ চেয়েছেন, তা দিতে রাজি নন বোর্ড কর্তারা।

সদ্য বিদায় নেওয়া হেড কোচ দ্রাবিড়ের তিন সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরশ মামব্রের কার্যকালের মেয়াদও শেষ। এ অবস্থায় গম্ভীরের অন্যতম শর্ত- তাঁ-কে পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে। গম্ভীরের সহকারীরা কত কেমন বেতন নেবেন সেটাও বুঝতে চাইছে বোর্ড!

সদ্য বিদায়ী রাহুল দ্রাবিড়ের বার্ষিক বেতন ছিল ১২ কোটি রুপি। গম্ভীর সেই বেতনকেও ছাড়িয়ে যেতে চাইছেন এমনটাই গুঞ্জন ভারতীয় গণমাধ্যমে।

সম্পর্কিত খবর